শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০৩:৪৩:০৬

করোনা আত'ঙ্কে কাবা শরিফ সাময়িক বন্ধ

করোনা আত'ঙ্কে কাবা শরিফ সাময়িক বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের বিস্তার ঠে'কানোর লক্ষ্যে সৌদি আরবের পবিত্র নগরী মক্কার ঐতিহাসিক মসজিদুল হারাম সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। মক্কার পবিত্র এই মসজিদে ধোয়া-মোছার কাজ চলছে। খবর ডেইলি সানডে এক্সপ্রেস’র।

দেশটির ইসলামিক গবেষক ডা. ইয়াসির কাধি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক বার্তায় বলেছেন, সুবহান আল্লাহ, পবিত্র কাবা এখন জনমানবশূন্য। তাওয়াফ ব'ন্ধ রয়েছে। করোনাভাইরাস আত'ঙ্কে কর্তৃপক্ষ হারাম শরিফ পরিষ্কার করছেন। আল্লাহ আমাদের সবাইকে র'ক্ষা করুন। করোনায় আক্রা'ন্ত কী-না, ঘরে বসেই কয়েক সেকেন্ডে পরীক্ষা করবেন যেভাবে
মুসলিমদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থাপনা মক্কার পবিত্র গ্রান্ড মসজিদ। এই মসজিদের প্রাণকেন্দ্রে কাবা শরিফের অবস্থান। বিশ্বজু'ড়ে প্রা'ণঘা'তী করোনাভাইরাসের প্রা'দুর্ভা'ব ভ'য়াব'হ আ'কার ধা'রণ করায় সৌদি আরব এর আগে বিদেশি এবং নিজ দেশের নাগরিকদের পবিত্র ওমরাহ পালন স্থ'গিতের ঘোষণা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে