শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ১১:১৭:৫৪

গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে : বিজেপি নেত্রী

গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে : বিজেপি নেত্রী

আন্তর্জাতিক ডেস্ক : বাংলাদেশের সব গরুই ভারতের বলে দাবি করেছেন দেশটির ক্ষমতাসীন বিজেপির বিধায়ক সুমন হরিপ্রিয়া। ভারতের আসামের এই রাজনীতিক সোমবার বিধানসভায় এ দাবি করেন। খবর এনডিটিভি ও এই সময়ের।

বিধানসভায় সুমন হরিপ্রিয়া দাবি করেন, ভারত থেকে বাংলাদেশে গরু পাচারের ফলেই বাংলাদেশের অর্থনীতি প্রসারিত হচ্ছে। দীর্ঘদিন ধরে আসামের ভেতর দিয়েই এই কাজ হয়ে আসছে। 

তিনি আরও বলেন, বিশ্বে গো-মাংস বিক্রির সবচেয়ে বড় দেশ বাংলাদেশ। এই গরুগুলো সব আমাদের গরু। আগের কংগ্রেস সরকার গরু পাচার নিয়ে কোনো কাজ করেননি।

গোমূত্র ও গোবরেই মা'রণরোগ করোনাভাইরা'স দমন সম্ভব মন্তব্য করে সুমন হরিপ্রিয়া বলেন, 'আমরা সবাই জানি গোবর খুবই উপকারী। গোমূত্রও যখন ছড়িয়ে পড়ে তখন সেই স্থান পবিত্র হয়ে ওঠে। আমার মনে হয় গোমূত্র ও গোবর দিয়ে করোনাভাইরা'স দমনও সম্ভব।'  এছাড়া গোমূত্র-গোবর ক্যা'নসার নিরাময়েও কাজে লাগে বলে জানান তিনি।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে