শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০২:১৯:৪৮

ভারতজু'ড়ে ছ'ড়িয়ে প'ড়েছে আ'ত'ঙ্ক, ৪ দিনে আ'ক্রা'ন্তের সংখ্যা পাঁ'চগু'ণ

 ভারতজু'ড়ে ছ'ড়িয়ে প'ড়েছে আ'ত'ঙ্ক, ৪ দিনে আ'ক্রা'ন্তের সংখ্যা পাঁ'চগু'ণ

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র চারদিনের ব্যব'ধানে ভারতে পাঁচগু'ণ বে'ড়েছে করোনাভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা। গত মঙ্গলবারও দেশটিতে মাত্র ছয়জনের শরীরে ন'ভেল করোনাভাই'রা'স ছিল। শুক্রবার নাগাদ সেই সংখ্যা দাঁ'ড়িয়েছে ৩০ জনে। হঠা'ৎ করেই ভাইরা'স সং'ক্রম'ণ বা'ড়তে থাকায় ভারতজু'ড়ে ছ'ড়িয়ে পড়েছে আ'ত'ঙ্ক। পরি'স্থিতি মো'কাবি'লায় অ'তিজ'রুরি না হলে ভারতীয়দের বিদেশ ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বৃহস্পতিবার গজিয়াবাদে এক ব্যক্তির শরীরে করোনাভাই'রা'স ধ'রা প'ড়েছে। সম্প্রতি ইরান-ফেরত ওই ব্যক্তির নমুনা পুনের ন্যশনাল ইনস্টিটিউট অব ভাইরো'লজিতে পা'ঠানো হয়েছিল। সেখানে পরীক্ষার ফ'লাফ'ল ‘পজে'টিভ’ এসেছে।

স'ন্দেহ করা হচ্ছে হায়দ্রাবাদের দুই বাসিন্দাও ন'ভেল করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছেন। ইতোমধ্যেই তাদের ন'মুনা প'রীক্ষার জন্য ল্যাবে পা'ঠানো হয়েছে। এছাড়া, বেঙ্গালুরুতে রাজীব গান্ধী ইনস্টিটিউট অব চেস্ট ডি'জি'জে ভর্তি রয়েছেন স'ন্দে'হভাজন আরও পাঁচ'জন। তাদেরও নমুনা প'রীক্ষা করা হচ্ছে।

করো'না সংক্র'মণ মো'কাবি'লায় ভারতীয়দের বিদেশ ভ্র'মণে একপ্রকার নিষে'ধাজ্ঞা জা'রি করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন ভারতীয় সংসদে বলেন, জরু'রি কাজ না থাকলে বা খুব প্রয়োজন না থাকলে আ'পাতত বিদেশে যাবেন না। করোনা পরি'স্থিতির ওপর আমরা সবসময় নজর রাখছি।

তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ অনুসারে ভারতে আগে থেকেই করোনা প্র'তিরো'ধের প্রস্তুতি নেয়া হয়েছে। আগে বিমানবন্দরে ১২টি দেশের যাত্রীদের স্ক্রি'নিং করলেও এখন সব দেশের যাত্রীদেরই স্ক্রি'নিং করা হচ্ছে।

শিশুদের মধ্যে ভাইরাস সং'ক্রমণ এ'ড়াতে দিল্লির সব প্রাথমিক বিদ্যালয় আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। দেশের বাকি স্কুলগুলোতেও শিক্ষার্থীদের ভি'ড়ে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। পাশাপাশি, স্কুলের বিভিন্ন জায়গায় সাবান ও হ্যান্ড স্যানিটাইজার রাখার নির্দেশনা দেয়া হয়েছে। কারও শরীরে করোনা আ'ক্রা'ন্ত হওয়ার উপ'স'র্গ দেখা দিলে তাকে হাসপাতালের কোয়ারেন্টাইনে বা বাড়িতে ১৪ দিন নজ'রদারিতে রাখতে বলা হয়েছে।

এর আগে, বুধবার সংবাদ সম্মেলনে ভারতের স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশটিতে ক'রোনা'ভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা ছয় থেকে বেড়ে ২৮ জনে দাঁ'ড়িয়েছে। নতুন আ'ক্রা'ন্তদের মধ্যে বেশিরভাগই ইতালীয় নাগরিক, বাকিরা ভারতীয়। সূত্র: ইন্ডিয়া টাইমস, সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে