শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০৪:২৬:৪২

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে দেওয়া সন্মাননা কে'ড়ে নিল লন্ডন

রোহিঙ্গা ইস্যুতে সু চিকে দেওয়া সন্মাননা কে'ড়ে নিল লন্ডন

আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা শরণার্থী ইস্যুতে মানবা'ধিকার ল'ঙ্ঘ'নের দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চিকে দেওয়া সম্মাননা কে'ড়ে নিয়েছে যুক্তরাজ্যের লন্ডন পৌর করপোরেশন (সিএলসি)।

বৃহস্পতিবার (০৫ মার্চ) পৌর করপোরেশনের নির্বাচিত প্রতিনিধিরা তিন বছর আগে অং সান সু চিকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের বিষয়ে ভোট দেয় বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম। সিএলসি কমিটির প্রধান ডেভিড ওটোন জানান, এ সিদ্ধান্তে মিয়ানমারে মানবাধিকার ল'ঙ্ঘনের বিষয়ে পৌর করপোরেশনের নি'ন্দা প্রতিফলিত হয়েছে।

তিনি বলেন, মিয়ানমারের সরকারের সঙ্গে অং সান সু চির ঘনিষ্ঠতা তাকে দেওয়া এ সম্মাননা প্রত্যাহারের সি'দ্ধান্তকে শক্তিশালী করেছে।

এর আগে ২০১৭ সালের মে মাসে গণতন্ত্রের জন্য অহিং'স সংগ্রাম এবং শান্তি, নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে মানুষের বসবাসযোগ্য সমাজ তৈরিতে অটল সং'কল্পের কারণে অং সান সুচিকে লন্ডন পৌর করপোরেশনের পক্ষ থেকে এ বিশেষ সম্মাননা দেওয়া হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে