শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০৪:৪৩:২২

অত্যন্ত লজ্জাজনক; বসন্তোত্‍সবে তরুনীদের খোলা পিঠে লেখা অ'শ্লী'ল শব্দ!

অত্যন্ত লজ্জাজনক; বসন্তোত্‍সবে তরুনীদের খোলা পিঠে লেখা অ'শ্লী'ল শব্দ!

আন্তর্জাতিক ডেস্ক : বিগত কয়েক বছর ধরেই কলকাতার রবীন্দ্রভারতী আয়োজিত বসন্তোত্‍সবে ঘটে চলেছে অ'নি'য়ম ও বি'শৃ'ঙ্খ'লা; তবে সে সবে ক'র্নপা'ত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল গতকাল ঘটে যাওয়া একটি কু'রু'চিপূর্ন ঘটনা। কলেজ ক্যাম্পাসে বেশকিছু তরুনী তাদের শাড়ির ফাঁকে খোলা পিঠে কিছু লিখে রেখেছেন এবং তা বেশ স্পষ্ট। 

পিঠে লেখা রবি ঠাকুর রচিত একটি গান 'সেদিন দুজনে দুলেছিনু বনে' গানের একটি বিখ্যাত লাইনকে বি'কৃ'ত করে বানানো কিছু শব্দ যা অত্যন্ত ল'জ্জাজ'নক। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হওয়া জনৈক ব্যক্তি রোদ্দুর রায় এই গানের সৃষ্টিকর্তা যার ট্যাগলাইন 'চাঁদ উঠেছিল গগনে' এই লাইনের সঙ্গে আরও একটি অ'শ্লী'ল শব্দ জুড়ে নিজেদের পিঠে সেই লেখনী নিয়ে তরুনীরা ঘুরে বেড়ান কলেজ ক্যাম্পাসে, আবার ছবি তুলে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়, আর এখানেই বিতর্কের সূচনা হয়।

ছবি দেখে বেজায় চ'টেছেন নে'টিজে'নরা, তাদের বক্তব্য, কলেজ ক্যাম্পাসে এরকম অস'ভ্যতামো মেনে নেওয়া যায় না। এই ঘটনা রবি ঠাকুরের অসম্মান। এই নিয়ে জলঘোলা হয়েছে একপ্রস্থ। প্রবীন ব্যক্তিরা এই তরুনীদের রু'চিবোধ ও আগামী প্রজন্মের অগগ্রতি সম্পর্কে যথেষ্ট স'ন্দিহা'ন হয়ে পড়ছেন। তারই প্র'তিক্রি'য়া ব্যক্ত করে অনেকে এর বি'রু'দ্ধে লিখছেন বিভিন্ন পোস্ট। রবীন্দ্রভারতীর ইতিহাসে এ যেন চ'র'ম লজ্জাস্বরূপ, সত্যিই আমরা জানি না, আমরা কোন পথে এগিয়ে চলেছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে