শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০৮:৪৮:৪৩

‘তিনদিক দিয়ে বিপদের মুখে ভারত: মনমোহন সিং

‘তিনদিক দিয়ে বিপদের মুখে ভারত: মনমোহন সিং

আন্তর্জাতিক ডেস্ক : ভারত আসন্ন বিপদের সম্মুখীন। তাও আবার তিনদিক দিয়ে। এমনই আশঙ্কাবাণী শোনালেন দেশটির প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। শুক্রবার প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং একটি সংবাদপত্রে তাঁর একটি কলামে লেখেন, সামাজিক বিশৃ'ঙ্খলা, অর্থনৈতিক ম'ন্দা এবং বিশ্বজুড়ে মহামারীর এই ত্রিভূজ ভারতের আ'ত্মাকে ক্ষ'ত-বি'ক্ষ'ত করে দেবে।

নিজের লেখায় মনমোহন সিং দিল্লিতে ঘটা হিং'সার বিষয়ে উ'দ্বেগ প্রকাশ করেন। তিনি লেখেন, আমাদের সমাজের কিছু বিশৃ'ঙ্খল মানুষ এই ঘটনার জন্য দায়ি। পাশাপাশি রাজনৈতিক বহু নেতাও এই বিশৃ'ঙ্খল মানুষদের দলে পড়ে। এরা সম্মিলিত ভাবে সাম্প্রদায়িক এই হিং'সার আ'গুনে ঘি ঢে'লেছে।

পাশাপাশি গত কয়েক মাসে দেশের বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসগুলিতে ঘটে যাওয়া ঘটনার পরিপ্রেক্ষিতে তিনি লেখেন, ‘ভারতের ইতিহাসের অ'ন্ধকার কালকে স্মরণ করিয়ে দিয়েছে গত কয়েক মাস। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, পাবলিক প্লেস এবং বাড়ি-ঘরেও হিং'সাত্মক সাম্প্রদায়িক উ'স্কানি বয়ে চলেছে। আইন-শৃঙ্খলা প্রতিষ্ঠানগুলি নাগরিকদের সুরক্ষা না দিয়ে নিজেদের ধর্ম ত্যা'গ করেছে। ন্যায়বিচারের প্রতিষ্ঠান এবং গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, মিডিয়াও আমাদের হ'তাশ করেছে।’

সামাজিক অস্থিরতার কারণে ঢাকা পড়ছে অর্থনৈতিক ম'ন্দা
অর্থনৈতিক মন্দার মধ্যে এরকম সামাজিক অস্থি'রতা নিয়ে উ'দ্বেগ প্রকাশ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, ‘বিনিয়োগকারী, শিল্পপতি এবং উদ্যোক্তারা নতুন প্রকল্প শুরু করতে রাজি নয় এবং তাদের ঝুঁ'কি নেওয়ার ইচ্ছাও হারিয়েছেন। সামাজিক অ'স্থিরতা এবং সাম্প্রদায়িক উ'ত্তেজনা কেবল তাদের ভ'য় আরও বাড়িয়ে তুলেছে।’

অর্থনৈতিক অব্যবস্থাপনাকে ঢাকা দেওয়া হচ্ছে!
প্রাক্তন প্রধানমন্ত্রী লেখেন, ‘সত্যটি হল দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত মা'রাত্ম'ক। আমরা যে ভারতকে জানি এবং লালন করি সেই ভারত দ্রুত পি'ছলে পড়েছে। ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক উ'ত্তেজনা বাড়িয়ে অর্থনৈতিক অব্যবস্থাপনাকে ঢাকা হচ্ছে। জাতি হিসাবে আমরা যে গুরুতর ঝুঁ'কির মু'খোমু'খি হয়েছি সেগুলির সমাধান করার সময় এসেছে।’ এছাড়া ভারতের ওপর করোনার হানার আত'ঙ্কের কথাটিও উঠে আসে তাঁর লেখায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে