শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ০৯:৪২:৩৮

ইসরায়েল-ভারতের দিকে এবার ধে'য়ে আসছে ঝাঁ'কে ঝাঁ'কে ভ'য়ঙ্ক'র প'ঙ্গপা'লের বি'শাল দল!

ইসরায়েল-ভারতের দিকে এবার ধে'য়ে আসছে ঝাঁ'কে ঝাঁ'কে ভ'য়ঙ্ক'র প'ঙ্গপা'লের বি'শাল দল!

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প'ঙ্গপা'ল পূ'র্বাভাসবিষ'য়ক জ্যেষ্ঠ কর্মকর্তা কেনেথ ক্রিসম্যান বলেছেন, ভ'য়ঙ্ক'র ঝাঁ'কে ঝাঁ'কে প'ঙ্গপা'লের বি'শাল দ'ল ভারত এবং ইসরায়েলের দি'কে ধে'য়ে আ'সছে। তিনি জানান, এ ঝাঁ'ক চলতি বছরের শেষ নাগাদ মিসরে পৌঁ'ছাতে পারে।

এছাড়া ইসরায়েলে পৌঁ'ছাতে পারে মে মাসের দিকে। মে থেকে জুলাই মাসের মধ্যে ভারতে হা'না দিতে পারে প'ঙ্গপা'লের এ ঝাঁ'ক। এর আগে, গত মাসের শুরুর দিকে পাকিস্তানের পূর্বাঞ্চলের সিন্ধু প্রদেশে প'ঙ্গপা'ল প্রথমে হা'ম'লা শু'রু করলেও ধী'রে ধী'রে তা ছ'ড়িয়ে পড়ে দেশটির বিভি'ন্ন অংশে।

এতে জন-জী'বন বি'পর্য'স্ত হওয়ার পা'শাপা'শি ফসলেরও ব্যা'পক ক্ষ'য়ক্ষ'তি হয়। পরি'স্থি'তি নি'য়'ন্ত্রণে আনতে পাক প্রধানমন্ত্রী ইমরান খান নেতৃত্বা'ধীন ক্ষমতাসীন সরকার ইতোমধ্যে দেশটিতে জ'রুরি অব'স্থা জা'রি করেছে।

ইউরোপ প'ঙ্গপা'লের এ ঝাঁ'কের আ'ওতার বা'ইরে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, মরুভূমি থেকে সৃ'ষ্ট প'ঙ্গপা'লের ঝুঁ'কিতে নেই চীনও। অর্থাৎ চীন প'ঙ্গপা'লের প্রাকৃতিক পা'ল্লার বাইরেই রয়েছে। আবহাওয়া অত্য'ন্ত শীতল হওয়ায় প'ঙ্গপা'লের ঝাঁ'ক হিমালয় পর্বতমালাও পা'র হতে পারবে না বলেও জানান তিনি।

দিনে প্রায় দেড়শ কিলোমিটার পাড়ি দিতে স'ক্ষম প'ঙ্গপা'লকে পরিযায়ী বা যা'যাব'র অর্থাৎ মা'ইগ্রে'ট'রি পত'ঙ্গকুলের মধ্যে সবচে'য়ে বি'ধ্বং'সী হিসেবে গ'ণ্য করা হয়। সাধারণ একটি ঝাঁ'কে ৮ কোটি পত'ঙ্গ থাকতে পারে। দিনে এ প'ঙ্গপা'ল ৩৫ হাজার মানুষের খাবার উ'দর'স্থ করতে পারে।

২০০৪ সালে পশ্চিম আফ্রিকায় আড়াইশ কোটি ডলার সমপরিমাণ শস্য ন'ষ্ট করেছিল প'ঙ্গপা'ল। ১৯১৫ সালে প'ঙ্গপা'লের সবচেয়ে মারা'ত্ম'ক হা'মলা হয়েছিল। প্রথম বি'শ্বযু'দ্ধের সময়ে এ প'ঙ্গপা'লের হা'ম'লার শি'কার হয়েছিল সিরিয়া এবং উসমানি সাম্রাজ্যের অন্যান্য অং'শ। পার্সট্যুডে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে