শুক্রবার, ০৬ মার্চ, ২০২০, ১১:২৯:৫৩

বসন্তোত্‍সবে তরুনীদের খোলা পিঠে লেখা অ'শ্লী'ল শব্দ, দায় নিয়ে উপাচার্যের ইস্তফা

বসন্তোত্‍সবে তরুনীদের খোলা পিঠে লেখা অ'শ্লী'ল শব্দ, দায় নিয়ে উপাচার্যের ইস্তফা

আন্তর্জাতিক ডেস্ক : কয়েক বছর ধরেই কলকাতার রবীন্দ্রভারতী আয়োজিত বসন্তোত্‍সবে ঘটে চলেছে অ'নি'য়ম ও বি'শৃ'ঙ্খ'লা; তবে সে সবে ক'র্নপা'ত করেননি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যার ফলস্বরূপ সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেল গতকাল ঘটে যাওয়া একটি কু'রু'চিপূর্ন ঘটনা। ক্যাম্পাসে বেশকিছু তরুনীর শাড়ির ফাঁকে খোলা পিঠে কিছু লিখে রেখেছেন এবং তা বেশ স্পষ্ট।

পিঠে লেখা রবি ঠাকুর রচিত একটি গান 'সেদিন দুজনে দুলেছিনু বনে' গানের একটি বিখ্যাত লাইনকে বি'কৃ'ত করে বানানো কিছু শব্দ যা অত্যন্ত ল'জ্জাজ'নক। সাম্প্রতিক সোশ্যাল মিডিয়ায় ভাই'রাল হওয়া জনৈক ব্যক্তি রোদ্দুর রায় এই গানের সৃষ্টিকর্তা যার ট্যাগলাইন 'চাঁদ উঠেছিল গগনে' এই লাইনের সঙ্গে আরও একটি অ'শ্লী'ল শব্দ জুড়ে নিজেদের পিঠে সেই লেখনী নিয়ে তরুনীরা ঘুরে বেড়ান কলেজ ক্যাম্পাসে, আবার ছবি তুলে পোস্টও করেন সোশ্যাল মিডিয়ায়, আর এখানেই বি'ত'র্কের সূচনা হয়।

সেই দায় এড়াতে পারলো না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন সব্যসাচী বসু রায়চৌধুরী। বসন্ত উত্‍সবের নামে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে এ কী চলছে? এই প্রশ্ন তুলে বি'স্ম'য় প্রকাশ করতে শুরু করেন শিক্ষাবিদ থেকে সাহিত্যিক, রবীন্দ্রভারতীর অধ্যাপক থেকে অন্যান্য কলেজ বা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।

উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বৃহস্পতিবারই স্বী'কার করে নিয়েছিলেন যে, এই ঘটনা তার ক্যাম্পাসেই ঘটেছে। তবে বিশদ মন্তব্যে যেতে চাননি। আজ, শুক্রবার বিভিন্ন শিবির থেকে উপাচার্যের দিকেও আঙুল তোলা শুরু হয়। বসন্ত উত্‍সবের নিয়ন্ত্রণ শিক্ষিক-শিক্ষিকাদের হাত থেকে নিয়ে তিনি যখন থেকে ছাত্র সংসদের হাতে ছেড়ে দিয়েছেন, তখন থেকেই বসন্ত উত্‍সবকে ঘিরে প্রতি বছর কোনও না কোনও বি'ত'র্ক তৈরি হচ্ছে বলে অ'ভিযো'গ উঠতে শুরু করে। 

দিনভর হইচই চলে বিষয়টি নিয়ে। শুক্রবার সন্ধ্যায় জানা গেল, প'দত্যা'গ করেছেন উপাচার্য। বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছেই প'দত্যা'গপত্র পাঠিয়েছেন সব্যসাচী। প'দত্যা'গপত্রের প্রতিলিপি পাঠিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও। বসন্ত উত্‍সবে যা ঘটেছে, তার দায় স্বী'কার করেই তিনি ইস্তফা দিয়েছেন বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে