শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০২:৩৮:০৩

করোনাভাইরাসে আক্রা'ন্তদের নিয়ে ভয়'ঙ্কর ত'থ্য দিল সিঙ্গাপুর

করোনাভাইরাসে আক্রা'ন্তদের নিয়ে ভয়'ঙ্কর ত'থ্য দিল সিঙ্গাপুর

আন্তর্জাতিক ডেস্ক: চীনকে মৃ'ত্যুপুরী বানিয়ে ভ'য়াব'হ করোনাভাই'রাসের প্রা'দুর্ভা'ব এখন বিশ্বের ৮৪টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়েছে পড়েছে। প্রা'ণঘা'তী এই ভাই'রাসে বিশ্বব্যাপী মৃ'তের সংখ্যা লা'ফিয়ে লা'ফিয়ে বা'ড়ছে। আক্রা'ন্ত ব্যক্তিদের কাছ থেকে সহজেই অন্যদের শরীরে ছ'ড়িয়ে পড়ছে বলে ভ'য়ঙ্ক'র এই ভাইরা'সকে নি'য়ন্ত্র'ণ করা ক'ঠিন হয়ে পড়েছে বলে সিঙ্গাপুরের ন্যাশনাল সেন্টার ফর ই'নফে'কটি'য়াস ডি'জি'স (এনসিআইডি) এবং ডিএসও ন্যাশনাল ল্যাবরেট'রিজ এক গবে'ষণায় উল্লেখ করেছে। 

করোনাভাইরাসে আ'ক্রা'ন্তরা চারপাশকে ব্যা'পকভাবে দূ'ষি'ত করে বলেও গবেষ'ণায় দেখা গেছে।

চলতি বছরের ৪ মার্চ অ্যামেরিকান মেডি'ক্যাল অ্যাসো'সিয়েশন জা'র্নালে সেই গবে'ষণার ফল প্রকাশ হয়। জানা গেছে, ওই গবে'ষণার জন্য করোনাভাই'রাসে আক্রা'ন্ত তিনজন রোগীর ঘর থেকে ন'মু'না সং'গ্রহ করা হয়েছে। তারা ২৪ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত কো'য়ারে'নটা'ইনে ছিলেন।
১৪ দিনের কো'য়ারে'নটা'ইনে থাকা অবস্থায় পাঁচদিন তাদের বসবাসের ঘরের ন'মু'না সং'গ্রহ করা হয়। পরি'ষ্কার করার পর দু'জনের ঘর থেকে নমু'না সং'গ্রহ করা হয়। এদিকে তৃতীয়জনের ঘর থেকে নমু'না সং'গ্রহ করা হয় নিয়মিত পরিষ্কারের আগে। 

দেখা গেছে, পরিষ্কার না করা ঘরটিতে দূ'ষ'ণের মা'ত্রা বেশি ছিল। পরিষ্কার করার আগে তৃতীয় রো'গীর ঘরের ১৫টি স্থানের মধ্যে ১৩ জায়গায় করোনাভাইরাসের ন'মু'না পাওয়া গেছে।

জানা গেছে, তার ব্যবহারের চেয়ার, বিছানা, জানালা, মেঝে, লাইটের স্যুইচ, টেবিল, গ্লাস এবং লকারে করোনার জী'বা'ণু পাওয়া গেছে। তৃতীয়জনের ব্যবহারের টয়লেটে পাঁচ জায়গার মধ্যে তিন জায়গায় করোনার জী'বা'ণু পাওয়া গেছে।

গবেষ'করা বলছেন, অন্য দু'জনের ঘরে পরি'ষ্কারের পর করোনার জী'বা'ণু পাওয়া যায়নি। দিনে অন্ত'ত দু'বার তাদেরে ঘর জীবা'ণুনা'শ'ক দিয়ে পরিষ্কার করা হচ্ছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে