শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৯:১২:১৩

হিজাব পরে তবেই ইসরাইলি পার্লামেন্টে প্রবেশ করলেন মুসলিম নারী এমপি

হিজাব পরে তবেই ইসরাইলি পার্লামেন্টে প্রবেশ করলেন মুসলিম নারী এমপি

আন্তর্জাতিক ডেস্ক : চলতি সপ্তাহে আরব পার্টির বিজয়ী সংখ্যালঘু নারী মুসলিম এমপি ইমান ইয়াসিন খাতিব হিজাব পরে এবং মাথায় স্কার্ফ পরে সংসদে প্রবেশ করেন। তিনি ইসরাইলের সংসদে নির্বাচিত চার নারী সংসদের মধ্যে অন্যতম। রয়টার্স, মিডিলিস্ট আই, জেরুজালেম পোস্ট

ইয়াসিন খাতিব বলেন, আমি হিজাব পরার কারণে বিভিন্ন পর্যায়ে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। কিন্তু আমি সব সময় মানুষকে বলেছি, আমি কি পরেছি তা নয়, বরং আমি কী তা দেখুন।

তিনি বলেন, আরব নারীদের মধ্যে ক্রমশ সচেতনতা বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই অংশগ্রহণ আরও বৃদ্ধি পাবে। নারীদের কাছে আমার একটি বার্তা, আমাদের সামনে সুযোগ এবং সম্ভাবনা রয়েছে। তাই আপনারা আশা এবং স্বপ্নকে নষ্ট করবেন না।

চার সন্তানের জননী ৫৫ বয়সী এ নারী এমপি জাতীয় রাজনীতিতে প্রবেশের আগে নাজারেত শহরের উপকণ্ঠে ইয়াফাত আন-নাসরেহ গালিলি গ্রামে একটি কমিউনিটি সেন্টারের পরিচালক হিসেবে কাজ করতেন।নির্বাচিত হওয়ার পর তার এলাকায় ব্যাপকভাবে অভিনন্দিত হয়েছেন তিনি। নাজারেতের রাস্তা দিয়ে যাওয়ার সময় তার সঙ্গে সেলফি তোলার জন্য তরুণরা ভিড় জমায়।

নাজারেতে এক সংবর্ধনা অনুষ্ঠানে আলোচিত ইসরাইলি মুসলিম নারী এমপি ইমান ইয়াসিন খাতিব বলেন, হিজাব পরার জন্য আমি জনগণকে কাছে টেনেছি বিষয়টা এ রকম না; বরং আমার যোগ্যতা ও আমার কমিউনিটি আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে