শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৫:২৬:৪১

মহিলার যে কথা শুনে অঝোরে কাঁদলেন নরেন্দ্র মোদি!

মহিলার যে কথা শুনে অঝোরে কাঁদলেন নরেন্দ্র মোদি!

আন্তর্জাতিক ডেস্ক : আবেগতাড়িত এক মহিলার কণ্ঠে নিজের প্রশংসা শুনে চোখের পানি ধরে রাখতে পারলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই মহিলা বলেছিলেন, "আমি ভগবান দেখিনি, কিন্তু ভগবানের রূপে আপনাকে পেয়েছি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে।"

শনিবার (০৭ মার্চ) 'ভারতীয় জনৌষধি পরিযোজনা' প্রকল্পে উপকৃতদের সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলছিলেন মোদি, তখনই এই দৃশ্য ধ'রা পড়ে। এদিন দেশজুড়ে নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে 'জনৌষধি দিবস' পালন করা হয়। প্রতি মাসে এক কোটির উপর পরিবার 'জনৌষধি' কেন্দ্রগুলি থেকে উপকৃত হচ্ছেন। 

এই কেন্দ্রগুলিতে থেকে বাজার দরের থেকে ৫০ থেকে ৯০ শতাংশ কম দামে ওষুধ পাওয়া যায়। হাজার টাকার উপরে ওষুধের দামে নিয়ন্ত্রণ করা হয়েছে। এর ফলে সাধারণ মানুষের প্রায় সাড়ে বারো হাজার কোটি টাকা বেঁচে গেছে বলে এদিন জানিয়েছেন মোদি। শুধু তাই নয় দেশজুড়ে ৯০ লাখ মানুষ 'আয়ুষ্মান ভারত' প্রকল্পে বিনামূল্যে চিকিৎসা পেয়েছেন বলেও জানান তিনি।

এই প্রকল্প থেকে তারা কেমন সুফল পেয়েছেন তা প্রধানমন্ত্রীকে এদিন জানিয়েছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলছিলেন মোদি। সেখানেই উত্তরাখণ্ডের দেহরাদূন থেকে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কথা বলেন দীপা সাহা নামে এক মহিলা।

যুক্তরাষ্ট্রই করোনা ভাইরাস ছড়িয়ে দিয়েছে : ইরানি সেনাপ্রধান

দীপা বলেন, "২০১১ সালে তিনি প'ক্ষাঘা'তে আ'ক্রা'ন্ত হন। চলাফেরা, কথা বলা তার পক্ষে সম্ভব হচ্ছিল না। এমনকি চিকিৎসাও ঠিক মতো করাতে পারছিলেন না। কারণ ওষুদের দাম খুব বেশি ছিল। আগে তার পাঁচ হাজার টাকার ওষুধ লাগত মাসে, জনোষধি প্রকল্প আসার পর সেই ওষুধই এখন দেড় হাজারে কিনতে পারেন। ফলে আজ অনেক সুস্থ আছেন।"

এর পরই কাঁদতে কাঁদতে দীপা বলেন, "আমি ঈশ্বরকে দেখিনি। কিন্তু ঈশ্বরের রূপে আপনাকে দেখেছি।" দীপার এই কথা শুনে আবে'গতা'ড়িত হয়ে পড়েন প্রধানমন্ত্রী মোদিও। বেশ কিছু ক্ষণ মাথা নিচু করে নিজের আবেগ লুকনোর চেষ্টা করেন প্রধানমন্ত্রী। তার চোখ পানিতে ভিজে যায়। সেই ছবিই ধ'রা পড়ে ক্যামেয়ায়। পরে তা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে শেয়ার হয়েছে। কান্নার মুহুর্তের ভিডিওটি দেখেন...

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে