ওবামার শেষ ভাষণ
আন্তর্জাতিক ডেস্ক : ১২ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা শেষ বারের জন্য মার্কিন স্টেট অফ ইউনিয়নে ভাষণ দেবেন। আপাতত বছর শেষের ছুটি কাটাতে হওয়াইতে তিনি। গতকালই ‘ওবামা ফর আমেরিকা’ সংগঠনের ইমেলেম মাধ্যমে তিনি জানিয়ে দেন শেষ ভাষণের কথা। জানিয়েছেন, তার আমলে কিভাবে নানা অর্থনৈতিক সমস্যাকে অতিক্রম করে ঘুরে দাঁড়িয়েছে আমেরিকা, ভাষণে সেই কথা বলবেন তিনি। স্বাস্থ্য বিমা থেকে উপার্জনের নিশ্চয়তা, তার আমলে এই সবই পেয়েছে আমেরিকা। এই বিপুল সাফল্যের কথাই তিনি ভাগ করে নিতে চান সমর্থকদের সঙ্গে। তবে এখানেই থেমে থাকা নয়, বরং আগামী দিনে দেশের সামগ্রিক উন্নতির স্বার্থে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের বার্তা দিতে চান তিনি। তাই ১২ জানুয়ারির সভার কথা আগে থাকতেই ঘোষণা করলেন। সূত্র: কলকাতা ২৪।
২৭ ডিসেম্বর, ২০১৫/এমটিনিউজ২৪/জহির/মো:জই
�