শনিবার, ০৭ মার্চ, ২০২০, ০৯:৫১:৩৫

বড় বিপ'ত্তি চিনে, হু'ড়মু'ড়িয়ে ভেঙে পড়লো করোনা রোগীদের রাখা পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার

বড় বিপ'ত্তি চিনে, হু'ড়মু'ড়িয়ে ভেঙে পড়লো করোনা রোগীদের রাখা পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার

আন্তর্জাতিক ডেস্ক : ফের বিপত্তি চিনে। করোনা আ'ত'ঙ্কের মাঝেই শনিবার সন্ধ্যায় ভেঙে পড়লো পাঁচতলা কোয়ারেনন্টাইন সেন্টার। ধ্বং'সস্তূপের নিচে পকমপক্ষে ৭০ জনের আ'টকে থাকার আ'শ'ঙ্কা করা হচ্ছে। যু'দ্ধকালীন প্রস্তুতি চলেছে উ'দ্ধা'রকার্য। শেষ পাওয়া খবর অনুযায়ী, ৩৪ জনকে উ'দ্ধার করা সম্ভব হয়েছে।

জানা গিয়েছে, দক্ষিণ পূর্ব চীনের ফুজিয়ান প্রদেশের কোয়ানঝাউ এলাকার জিংজিয়া এক্সপ্রেস হোটেলটিকে কোয়ারেনন্টাইন সেন্টারে পরিণতি করা হয়েছিল। সেখানে ওই প্রদেশের করোনা আ'ক্রা'ন্তদের রাখা হয়েছিল। ফলে এদিনের ধ্বং'সস্তূপের নিচে ঠিক কতজন আ'টকে রয়েছে, তা কারোর পক্ষেই বলা সম্ভব হচ্ছে না। সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ দু'র্ঘ'টনা ঘটতেই ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় প্রসাশনিক কর্তারা। 

তাদের ন'জ'রদারিতে চলছে উ'দ্ধারকার্য। ১৪৭টি ফায়ার সার্ভিসের ইঞ্জিন ও ১২৬ জন কর্মী ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন বলে খবর। তবে আচ'মকাই বিল্ডিংটি ভেঙে পড়ল কেন, তা জানা যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎই বি'ক'ট আওয়াজ শুনতে পান তারা। বাড়ি থেকে বেরিয়ে আসতেই দেখেন পাঁচতলা হোটেলটি সম্পূর্ণ ভে'ঙে পড়েছে।

ধ্বং'সস্তূপের নিচে চা'পা পড়ে থাকা মানুষজন সাহায্যের আরজি জানাচ্ছেন। কিন্তু স্থানীয় বাসিন্দারা উ'দ্ধা'রকার্যে এগিয়ে যাননি বলেই খবর। করোনায় আ'ক্রা'ন্ত রোগীরা ওই কোয়ারেনন্টাইন সেন্টারে থাকছিলেন। তাই সং'ক্র'মণের ভ'য়ে তারা উ'দ্ধা'রকার্যে হাত লাগাননি বলেই খবর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে