শনিবার, ০৭ মার্চ, ২০২০, ১০:০২:৫৪

দিল্লির হিং'সায় মৃ'তদের মধ্যে বেশিরভাগেরই বয়স কম!

দিল্লির হিং'সায় মৃ'তদের মধ্যে বেশিরভাগেরই বয়স কম!

আন্তর্জাতিক ডেস্ক : দিল্লির জিটিবি হাসপাতালের তথ্য অনুসারে, গত সপ্তাহে উত্তর-পূর্ব দিল্লির দা'ঙ্গায় মা'রা যাওয়া প্রায় ৪০ শতাংশ মানুষের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে ছিল এবং দু'জন নাবালিক ছিলেন। হিং'সার সময় বেশিরভাগ আহ'তকেই দিল্লির দিলশাদ গার্ডেনের জিটিবি হাসপাতালে আনা হয়েছিল বলে জানা যায়। 

ওই এলাকাতেই এই হিং'সা-হা'নাহা'নি তার সর্বোচ্চ রূপ নেয় বলে জানা যাচ্ছে। জিটিবি হাসপাতাল ও আশেপাশের আরও দু-একটি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে দেখা যাচ্ছে মৃ'তদের মধ্যে বেশির ভাগেরই বয়স ৩০ বছরের নীচে। সূত্রের খবর, দা'ঙ্গায় নিহ'ত ৪৪ জনের মধ্যে অনেককেই মৃ'ত অবস্থায় জিটিবি হাসপাতালে আনা হয় বা সেখানে আহ'ত অবস্থায় চিকিত্‍সাধীন থাকাকালীন অনেকে মা'রা যান। 

পাশাপাশি দা'ঙ্গায় আহ'তদের মধ্যে প্রায় ২৮৮ জনকে ওই হাসপাতালে চিকিত্‍সা দেওয়া হয়। হাসপাতালের সংকলিত পরিসংখ্যানে দেখা যাচ্ছে ৪৪ জন নিহ'তদের মধ্যে ১৮ জনের বয়স ২০ থেকে ২৯ বছরের মধ্যে। আটজনের বয়স ৩০ থেকে ৩৪ বছরের মধ্যে। ৩৫ থেকে ৩৯ বছরের মধ্যে আছেন তিন জন এবং পাঁচ জন ৪০ থেকে ৪৯ বছরের মধ্যে ছিলেন। সূত্র : ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে