রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৩:৪৫:৩৬

আরও ভয়'ঙ্কর করোনা, এসির মাধ্যমেও ছ'ড়াচ্ছে ভাইরাস!

আরও ভয়'ঙ্কর করোনা, এসির মাধ্যমেও ছ'ড়াচ্ছে ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বব্যাপী আত'ঙ্কের নাম করোনাভাইরাস। এরই মধ্যে ভাইরাসটি বিশ্বের ৯৮টি দেশ ও অঞ্চলে ছ'ড়িয়ে পড়েছে। এতে আক্রা'ন্ত এক লাখ ৫ হাজারেরও বেশি মানুষ। মৃ'ত্যু হয়েছে ৩ হাজার ৫৪৫ জনের।বিশ্বব্যপী তা'ণ্ড'ব চা'লালেও করোনাভাইরাসের উৎ'স কী বা কার মাধ্যমে ছ'ড়িয়েছে- এসব এখনও অজানা। প্রা'ণঘা'তী এই ভাইরাসের সং'ক্র'মণ নিয়ে এখনও ধোঁ'য়াশায় গবে'ষকরা। আসেনি কোনও ওষুধ বা প্রতিষে'ধকও। ফলে, প্রতিদিনই বাড়ছে আক্রা'ন্ত ও মৃ'তের সংখ্যা। 

এর মধ্যেই পাওয়া গেল নতুন এক আত'ঙ্কের খবর। শুধু মানুষের সং'স্প'র্শেই নয়, এয়ারকন্ডিশনের (এসি) বাতাসের মাধ্যমেও ছ'ড়াতে পারে করোনাভাইরাস।
গত শুক্রবার আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে এই সং'ক্রা'ন্ত গবে'ষণা প্রতিবেদ'ন প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, করোনাভাইরাসকে যতটা সং'ক্রা'মক ভা'বা হচ্ছিল, এটি তারচেয়েও ভ'য়াব'হ। শুধু করোনা আ'ক্রা'ন্তদের স্প'র্শ করলে বা তাদের হাঁ'চি-কা'শি, মুখের লা'লা থেকে নয়, প্রা'ণঘা'তী এই ভাইরাস ছ'ড়িয়ে পড়তে পারে এসির মধ্য দিয়েও।

সম্প্রতি সিঙ্গাপুরে করোনা আক্রা'ন্ত তিন রোগীর ব্যবহৃ'ত রুমগুলো পরী'ক্ষা করেন দেশটির ন্যাশনাল সেন্টার ফর ই'নফে'কশাস ডি'জিজে'সের বিশেষ'জ্ঞরা। এসময় এক রোগীর রুমের এয়ার ডা'ক্ট-এ করোনাভাইরাসের নমু'না পান তারা। করোনায় আক্রা'ন্ত কী-না, ঘরে বসেই কয়েক সেকেন্ডে পরীক্ষা করবেন যেভাবে

যুক্তরাষ্ট্রের পারডু ইউনিভার্সিটির অধ্যাপক জেমস জি ডয়ার বলেন, এ ধরনের ব্যবস্থায় সাধারণত পাঁচ হাজার ন্যানোমিটারের চেয়ে ক্ষু'দ্র কণাগুলো আ'ট'কায় না। করোনাভাইরাসের প্রকৃ'ত আকার এখনও নি'শ্চিত নয়। তবে একই গো'ত্রের সা'র্স ভাইরাসের আকা'র রেক'র্ড করা হয়েছিল ১২০ ন্যানোমিটার। সেক্ষেত্রে, এনসিওভি-১৯’র আ'কারও তেমনই হবে, যা শীতাতপ নিয়'ন্ত্র'ণ ব্যবস্থায় আ'টকাবে না। সূত্র: ডেইলি মেইল ও টেলিগ্রাফ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে