রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৩:৫৫:৩৩

করোনাভাইরাস মো'কা'বিলায় ইরান দৃষ্টা'ন্ত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

করোনাভাইরাস মো'কা'বিলায় ইরান দৃষ্টা'ন্ত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বা'স্থ্য সংস্থা বা ডাব্লিউএইচও’র পক্ষ থেকে ইরানে পাঠানো বিশে'ষ প্রতিনিধিদলের প্রধান রিচার্ড ব্রেন্নান বলেছেন, করোনাভাইরাস মো'কাবি'লায় ইরানের অ'র্জিত জ্ঞা'ন ও গৃ'হী'ত প'দক্ষে'পে তিনি অভিভূ'ত হয়েছেন। বিশ্বের অন্যান্য দেশ এ রো'গ মো'কাবি'লায় ইরানের অভি'জ্ঞতা কাজে লা'গাতে পারে বলেও তিনি ম'ন্ত'ব্য করেছেন।ব্রেন্নান শনিবার তেহরানে এক সংবাদ সম্মে'লনে একথা বলেন।করোনাভাইরাসের থাবায় সহজে কাবু হচ্ছেন যারা

বিশ্বব্যাপী অ'ত্য'ন্ত দ্রু'তগ'তিতে করোনাভাইরাস ছ'ড়িয়ে পড়ার কথা উল্লেখ করে ডাব্লিউএইচও’র এই বিশেষ প্রতিনিধি বলেন, বিশ্বে করোনাভাইরাসের খ'বর প্রথমবার প্রকাশিত হয় এখন থেকে ৬৭ দিন আগে। অথচ বি'স্ম'য়ের ব্যাপার হচ্ছে, ইরানে এই ভাইরাস ধ'রা পড়ার খবর প্রথম প্রকা'শিত হয় মাত্র ১৭ দিন আগে।এই প্রা'ণঘা'তী রো'গ মো'কাবি'লায় ইরানের স্বা'স্থ্য বিভাগ সঠি'ক পথে এগু'চ্ছে বলে ম'ন্ত'ব্য করেন ব্রেন্নান। তিনি বলেন, করোনাভাইরাসের চিকি'ৎসা, এই রো'গ শ'না'ক্তক'রণ এবং অত্য'ন্ত স্ব'চ্ছ'তা ও জবা'বদি'হীতার সঙ্গে এ সং'ক্রা'ন্ত ত'থ্য জনগণকে জানানোর ক্ষে'ত্রে ইরান উল্লে''খযো'গ্য সাফ'ল্য অ'র্জন করেছে।

পশ্চিম এশিয়ার দেশগুলোর মধ্যে ইরানের স্বা'স্থ্য ও চিকিৎসা বিভাগকে সবচে'য়ে শ'ক্তিশা'লী উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই প্রতিনিধি বলেন, সার্বি'কভাবে করোনাভাইরাস মো'কাবি'লায় ইরান প্রশং'সনীয় সাফ'ল্য অর্জ'ন করেছে।

ইরানের স্বা'স্থ্য মন্ত্রণালয়ের ঘো'ষণা অনু'য়া'য়ী, এদেশে এখন পর্যন্ত করেনাভাইরাসে আ'ক্রা'ন্ত হওয়ার পর এক হাজার ৬৬৯ ব্যক্তি স'ম্পূ'র্ণ সু'স্থ হয়ে বাড়ি ফে'রে গে'ছেন। সূত্র: পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে