রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৪:২৯:০৯

এবার ইসরায়েলি সেনাদের ওপর করোনার ভ'য়াব'হ থা'বা, ১২৬২ সেনা আ'ক্রা'ন্ত!

এবার ইসরায়েলি সেনাদের ওপর করোনার ভ'য়াব'হ থা'বা, ১২৬২ সেনা আ'ক্রা'ন্ত!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের বিভিন্ন দেশের মতো এবার ইসরায়েলে হা'না দিয়েছেন প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস। এরই মধ্যে দেশটির এক হাজার ২৬২ সেনা সদস্যকে কোয়ারেন্টাইনে (পৃথকীকরণ) রাখা হয়েছে। করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত হওয়ার স'ন্দে'হে তাদেরকে পৃথক করা হয়েছে বলে জানা গেছে। খবর জেরুজালেম পোস্টের।

জানা গেছে, ওই সেনাদেরকে চাকরির ডিউটিতে যাওয়ার পরিবর্তে বাড়িতে থাকতে বলা হয়েছে। সারাবিশ্বে যখন করোনা ভাই'রাসের সং'ক্র'মণ ছড়িয়ে পড়ছে তখন ইসরায়েলি সেনাবাহিনীর এই ১২শ' সেনার ব্যাপারে এমন ব্যবস্থা নেওয়া হল।

ইসরায়েলের সামরিক বাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যেসব সেনাকে করোনা ভাই'রাসে আ'ক্রা'ন্ত বলে স'ন্দে'হ করা হচ্ছে তাদেরকে কোয়ারান্টাইনে রাখা হয়েছে। এসব সেনার বেশিরভাগই ছুটিতে অধিকৃত ভূ'খ'ণ্ডের বাইরে ছিল। এর আগে ইসরায়েলের ১৮৯ সেনাকে ১৪ দিনের জন্য বাধ্য'তামূলকভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। 

ইসরায়েলের ২১ সেনার দেহে এ পর্যন্ত  করোনা ভাই'রাসের পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে। স'ত'র্কতামূলক ব্যবস্থা হিসেবে চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, জাপান, ইতালি, ফ্রান্স, জার্মানি, স্পেন, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডের নাগরিকদের ইসরায়েলে প্রবেশ নি'ষি'দ্ধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে