আন্তর্জাতিক ডেস্ক : ভারতে দিল্লীর গাজিয়াবাদে প্র'ব'ল বৃষ্টির মধ্যে আকাশ থেকে আ'গুনের গো'লা ঝ'রে পড়ার ঘটনা ঘটেছে। আক'স্মিক এমন আ'গুনের গোলা নিক্ষে'পিত হওয়ার ঘটনায় দিল্লীর আশ-পাশ ও উত্তর প্রদেশের ওই এলাকাটিতে আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গত বুধবার প্র'ব'ল বৃষ্টির মধ্যেই আকাশ থেকে বিরাট একটি আ'গুনের গোলা ধে'য়ে আসতে দেখা যায়। পরে গাজিয়াবাদ রেল স্টেশনের কাছে তা বি'ক'ট শব্দে আছড়ে পড়ে। ঘটনার আ'কস্মি'কতায় ভী'তস'ন্ত্র'স্ত্র হয়ে পড়ে এলাকাবাসী।
পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা ওই গোলাটি পরীক্ষার জন্য নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় জ্ব'ল'ন্ত গোলাটি নেভাতে সক্ষম হয় ফায়ার সার্ভিস কর্মীরা। পাশাপাশি জেলা প্রশাসকের দফতর ভূতত্ত্ববিদদের ঘটনাস্থলে এনিয়েও বস্তুটি পরীক্ষা করায়।
স্বামীরা প্রবাসে, কুলাউড়ায় রাতের আঁধারে এক সঙ্গে দুই ভাইয়ের স্ত্রী উধাও
প্রাথমিক নিরীক্ষার পর ভূতত্ত্ববিদরা জানিয়েছেন, সোডিয়াম মৌল দিয়ে তৈরি আকাশ থেকে পরা ওই বস্তুতি পানির সংস্পর্শে এসেই জ্বলতে শুরু করে। বস্তুটির নমুনা লক্ষ্মৌয়ের ল্যাবে পাঠানো হয়েছে। আকাশ থেকে আ'গুনের গো'লা নি'ক্ষি'প্ত হওয়ার ঘটনায় বড় ধরনের কোনো ক্ষ'তি না হলেও পুরো ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে তী'ব্র আ'ত'ঙ্কের সৃষ্টি হয়েছে।