রবিবার, ০৮ মার্চ, ২০২০, ০৭:১৩:১৪

সৌদির আরেক প্রভাবশালী যুবরাজ আ'টক

সৌদির আরেক প্রভাবশালী যুবরাজ আ'টক

আন্তর্জাতিক ডেস্ক : অ'ভ্যুত্থা'ন চেষ্টার অ'ভিযোগে বাদশাহ সালমানের ছোট ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ ও ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে আ'টকের পর দেশটির আরও এক প্রিন্সকে আ'টক করা হয়েছে। শুক্রবার ওই দুইজনকে ধ'রে নিয়ে যাওয়ার পর নায়েফ বিন আহমাদ বিন আবদুল আজিজকেও আ'টক করা হয়েছে।

এখবর নিশ্চিত করেছে নিউইয়র্ক টাইমস। আ'টক প্রিন্স নায়েফ বিন আহমাদ বিন আবদুল আজিল সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেনাবাহিনীতে গুরুত্বপূর্ণ পদে ছিলেন বলে জানা গেছে। এছাড়া তিনি সেনাবাহিনীর গোয়ে'ন্দা বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন বলে দেশটির সামরিক সূত্র জানিয়েছে।

ক্ষ'মতা সুসংহ'ত করতে যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দেশটির রাজ পরিবারে ব্যা'পক ধ'রপা'কড় অভি'যানে নেমেছেন। নিজের সিংহাসনে আরোহনের ক্ষেত্রে কোনো প্র'তিদ্ব'ন্দ্বী না রাখতেই এই আটক অভি'যান বলে ডেইলি মেইলের খবরে বলা হয়। আগে রাজপরিবারের তিন প্রভা'বশালী সদস্যকে আ'টকের খবর জানা গেলেও লন্ডনভিত্তিক মিডল ইস্ট আই বলছে, আ'টক হওয়া প্রিন্সদের সংখ্যা ২০ জন।

এদের মধ্যে চারজনের নামই জানা গেছে। তারা হলেন– বাদশাহ সালমানের একমাত্র জীবিত ভাই প্রিন্স আহমেদ এবং তার ছেলে প্রিন্স নায়েফ বিন আহমেদ, যিনি ল্যান্ড ফোর্সেস ইন্টে'লিজে'ন্স অ্যান্ড সি'কিউ'রিটি অথরিটির প্রধান। এ ছাড়া আ'টক হয়েছেন– সাবেক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন নায়েফ ও তার সৎ ভাই নাওয়াফ বিন নায়েফ।

এ ধ'রপা'কড়ের মধ্যে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান রাজপরিবারের সব প্রিন্সকে টুইটারে তার প্রতি আনুগত্য প্রকাশের নি'র্দে'শ দিয়েছেন। তিন প্রিন্স ইতিমধ্যে তা করেছেনও। যারা করেননি, তাদেরই অনেকে গ্রে'ফতার হয়েছেন। অসমর্থিত একটি সূত্রে দাবি করা হয়, আ'টককৃ'তদের বি'রু'দ্ধে প্রাসাদ ষ'ড়য'ন্ত্রের অ'ভিযো'গ এনে মৃ'ত্যুদ'ণ্ড দেয়ার কথাও শোনা যাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে