আন্তর্জাতিক ডেস্ক : মা হওয়া কী সহজ কথা? মায়েরা জানেন কতটা ক'ষ্ট, কতটা ত্যা'গ, কতটা য'ন্ত্র'ণা সহ্য করলে এক নতুন প্রাণকে পৃথিবীর আলো দেখাতে সক্ষম হন একজন মা৷ মা হওয়ার আগে এক দীর্ঘ যাত্রাপথ পার করতে হয় সন্তানস'ম্ভবা একজন নারীকে৷ এই সময়টা জীবনের সবচেয়ে মূল্যবান আর স্প'র্শকা'তর৷
চিকিৎসকরা এই সময় হবু মা'কে সম্পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন৷ ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কর্মচারীরা গর্ভাবস্থায় ছুটিও পান৷ বেসরকারি ক্ষেত্রেও মেয়েদের এই সময় ছুটি দেওয়া হয়৷ কিন্তু এই সুনয়না সবদিক থেকেই অনন্যা৷ আট মাসের গর্ভবতী হয়েও নিজের কর্তব্যে অবিচল তিনি৷ আন্তর্জাতিক নারী দিবসে তিনি যেন ল'ড়া'কু নারীদের প্রতিবিম্ব৷
তিনি ভারতের ছত্তিশগড়ের দান্তেওয়ারা জেলার পুলিশ কমা'ন্ডার সুনয়না প্যাটেল৷ দান্তেওয়াড়া জেলা পুলিশের বিশেষ মাওবাদী দ'ম'ন বাহিনীর ওই মহিলা কমা'ন্ডারের নাম সুনয়না প্যাটেল। ৬ মাস আগে সুনয়না জানতে পারেন তিনি গর্ভবতী৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে ছুটি নিতে বলেছিলেন৷ কিন্তু সেই কাজ করেননি সুনয়না৷ নিজের দায়িত্ব থেকে সরতে রাজি হননি তেজস্বী কন্যা ৷
আজ নারী দিবসের দিনেও তাই তিনি ছুটে চলেছেন৷ পরণে কম্যা'ন্ডারের পোশাক৷ কাঁধে রা'ইফেল৷ মাওবাদী দ'মনে জঙ্গল এফোঁ'ড় ওফোঁ'ড় করে ছুটে চলেছেন সুনয়না প্যাটেল৷ তাকে নিয়ে গর্বিত দান্তেওয়াড়ার পুলিশের বড়কর্তারাও। এসপি অভিষেক পল্লভ বলেছেন, এর আগে একবার টহল দেওয়ার সময় সুনয়নার গ'র্ভপা'ত হয়েছিল। তারপর ফের গর্ভবতী হওয়ার পর তারা তাকে ছুটি নিতে বলেছিলেন। কিন্তু, তিনি ছুটি নিতে অ'স্বী'কার করেছেন। তাকে দেখে আজ বহু মহিলা অনুপ্রেরণা পেয়েছেন। সূত্র : নিউজ ১৮