সোমবার, ০৯ মার্চ, ২০২০, ০১:২৩:৩৬

সুস্থ শরীরে করোনাভাইরাস ঢু'কিয়ে গবেষণা!

সুস্থ শরীরে করোনাভাইরাস ঢু'কিয়ে গবেষণা!

আন্তর্জাতিক ডেস্ক:যুক্তরাজ্যের লণ্ডনের একটি গবে'ষণাগার করোনাভাইরাসের টি'কা আবিষ্কারে অভাবনীয় এক পদক্ষে'প নিয়েছে। তারা সাহ'সী ব্যক্তিদেরকে করোনাভাইরাসের টি'কা আবিষ্কারে এক ঝুঁ'কিপূ'র্ণ গবে'ষণায় স্বে'চ্ছাসে'বী হিসেবে অংশগ্রহণ করার আহবান জানিয়েছে। যেখানে একজন সুস্থ মানুষ স্বে'চ্ছায় করোনাভাইরাসের জীবা'ণু নিজের দে'হে প্রবে'শ করিয়ে ওই গবে'ষণায় অংশ্রহণ করবেন। এর বিনিময়ে ওই সাহ'সী ব্যক্তিদেরকে ৩,৫০০ ইউরো করে পুরস্কার দেওয়া হবে। দুই সপ্তাহ ধ'রে কো'য়ারেন্টা'ইনে থাকার জন্য তাদেরকে ওই অর্থ দেওয়া হবে। বিষয়টি লো'ভনীয় মনে হলেও ঝুঁ'কিপূ'র্ণ। কেননা ওই ১৪দিন তাদের পু'রো দুনিয়া থেকে বি'চ্ছি'ন্ন থাকতে হবে।

পূর্ব লণ্ডনভিত্তিক ওই প্রতিষ্ঠান আগামী শীতকালের মধ্যে অন্তত ২৪ জন মানুষকে নিয়ে করোনাভাইরাসের টি'কা আবি'ষ্কারের জন্য ওই গবেষণা চা'লাবে।

ওই গবে'ষণায় যোগ'দানে আগ্রহীদেরকে শরীরে কারোভা'ইরাস ঢু'কিয়ে দেওয়ার পর হোয়া'ইটচ্যা'পেল এর কু'ইনমে'রি বা'য়োএন্টা'রপ্রাই'জ ই'নোভে'শন সে'ন্টারের একটি ইউ'নিটে ১৪ দিন কো'য়ারেন্টা'ইনে রা'খা হবে।করোনাভাইরা'স থেকে বাঁচতে আল্লাহর উপর ভরসা রাখুন: শাইখ সুদাইস

তাদেরকে করোনাভাইরাসের দুটি ধ'রন 0C43 এবং 229E দেওয়া হবে। এই দুটি ভাইরাসে মাঝারি ধ'রনের শ্বা'সক'ষ্টে আক্রা'ন্ত হয় মানুষ। এই দুটি করোনাভাইরাস বর্তমানে পৃথিবীজুড়ে দা'পিয়ে বেড়া'নো কোভিড-১৯ থেকে আ'লাদা ধ'রনের। এবং অতটা ভ'য়ঙ্ক'র নয়।

ওই ঝুঁ'কিপূ'র্ণ গবে'ষণায় আগ্রহীদেরকে প্রথমে দুই সপ্তাহ ধ'রে প'র্যবে'ক্ষণ করা হবে। এবং সু'স্থ-সব'লদেরকেই শুধু বে'ছে নেওয়া হবে। যাতে মু'ত্যুর মতো বড় কোনো দু'র্ঘট'না না ঘ'টে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে