সোমবার, ০৯ মার্চ, ২০২০, ১১:২৫:৩৮

করোনাভাইরা'সের ভ্যাকসিন পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে বিশ্বকে

করোনাভাইরা'সের ভ্যাকসিন পেতে আরও এক বছর অপেক্ষা করতে হবে বিশ্বকে

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করোনাভাইরা'সের ভ্যাকসিন তৈরির কাজে নেতৃত্ব দেয়া কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনের (সিইপিআই) প্রধান জেইন হলটন বলেছেন, ভ্যাক'সিন তৈরির কাজ ঠিকঠাকভাবে এগিয়ে চললেও কার্যকর ভ্যাকসি'ন পেতে অন্তত এক বছর সময় লেগে যাবে।

হেলটন অস্ট্রেলিয়ার স্বাস্থ্য বিভাগের সাবেক প্রধান। করোনার এই ভ্যাকসিন তৈরিতে অন্তত ৩ বিলিয়ন মার্কিন ডলার অর্থ দরকার হবে বলেও মনে করছেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত ১ লাখ ১০ হাজার ৫৬ জন এই ভাইরা'সে আ'ক্রা'ন্ত হয়েছে এবং মা'রা গেছে ৩ হাজার ৮২৮ জন। বিশ্বের ১০৯টি দেশ ও অঞ্চলে এই ভাইরা'সের প্র'কোপ ছ'ড়িয়ে পড়েছে। শুধুমাত্র চীনের মূল ভূখণ্ডেই করোনাভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা ৮০ হাজার ৭৩৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ১১৯ জনের। চীনের পর করোনায় আ'ক্রা'ন্তের সংখ্যা সবচেয়ে বেশি দক্ষিণ কোরিয়ায়। দেশটিতে এই ভাইরা'সে আ'ক্রা'ন্তের সংখ্যা ৭ হাজার ৩৮২ এবং মৃ'ত্যু হয়েছে ৫১ জনের।

সোমবার এবিসি রেডিওকে হলটন বলেছেন, ‘গবেষণারে যখন কোনো কিছু নিয়ে কাজ করা হয় তখন সেখানে সেটা (গবেষণার ফল বা ভ্যাকসিন) আপাত দৃষ্টিতে ভালো মনে হতে পারে; যতক্ষণ না আপনি যেভাবে চান সেভাবে এটি মানবশরীরে প্রয়োগ করছেন এবং ভালো ফলাফল পাওয়া যাচ্ছে। এমনও হতে পারে সেটা নিরাপদ না। এমনকি এটা তৈরি করা কষ্টসাধ্যও হতে পারে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে