সোমবার, ০৯ মার্চ, ২০২০, ০২:০৬:২৩

করোনাভাইরা'সের ভ'য়ে সৌদিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

করোনাভাইরা'সের ভ'য়ে সৌদিতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরা'স ছ'ড়িয়ে যাওয়া ঠে'কাতে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সৌদি আরবে। আজ সোমবার থেকেই সে দেশে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সৌদি আরবের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।

সৌদি প্রেস অ্যাজেন্সির বরাত দিয়ে আল অ্যারাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের পূর্ব কাতিফ রাজ্য পুরোপুরি কোয়ারেনটাইন করে রাখা হবে। সেখানে এক দিনেই ১১ জন করোনাভাইরা'সে আ'ক্রা'ন্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সৌদি আরবের শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, করোনাভাইরা'সের বিস্তার ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্র'তিরো'ধ এবং সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে এই সিদ্ধান্ত।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরামর্শ মোতাবেক এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেন ছাত্রছাত্রী ও কর্মকর্তাদের এই ভাইরা'সে আ'ক্রা'ন্তের হাত থেকে রক্ষা করা যায়। পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বেসরকারি ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানও এই নির্দেশনার আওতায় থাকবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে