সোমবার, ০৯ মার্চ, ২০২০, ০৫:১০:৫১

সৌদি আরব থেকে ফিরেই ৩৩ বছরের যুবক জিনারুলের মৃ'ত্যু

সৌদি আরব থেকে ফিরেই ৩৩ বছরের যুবক জিনারুলের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : জ্ব'র, হাঁ'চি-কা'শি আর শ্বা'সক'ষ্ট নিয়ে সৌদি আরব থেকে শনিবারেই ঘরে ফিরেছিলেন তিনি। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎ'সাধীন অবস্থায় রবিবার মৃ'ত্যু হল বছর তেত্রিশের সেই যুবকের।

রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী জানান, ওই যুবক ডা'য়াবিটিস মেলিটা'সে আ'ক্রা'ন্ত ছিলেন। র'ক্তে শর্করার পরিমাণ ৫৫০ মিলিগ্রামের বেশি ছিল। ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসি'স হলেও জ্ব'র, শ্বা'সক'ষ্ট, ব'মি হতে পারে। তিনি বলেন, ''আমরা জেনেছি, ওই যুবক পাঁচ দিন ইনসু'লিন নিতে পারেননি। সেই জন্য তার শা'রীরিক অবস্থার খুবই অব'নতি হয়েছিল।''

স্বাস্থ্য অধিকর্তা বলেন, ''প্রাথমিক ভাবে ওই যুবকের করোনা ভাইরা'স ছিল বলে মনে হচ্ছে না। রবিবারেই কল'কাতার নাইসেডে (ন্যাশনাল ইনস্টিটিউট অব কলেরা অ্যান্ড এন্টে'রিক ডিজ়িজ়েস) মৃ'তের লা'লারসের নমুনা পরীক্ষার জন্য পা'ঠিয়ে দেওয়া হয়েছে। সেই নমুনা পরীক্ষার রিপো'র্ট হাতে এলে নি'শ্চিত ভাবে এই বিষয়ে কিছু বলা সম্ভব হবে।'' 

মৃ'ত্যুর কারণ জানতে দে'হের ময়'না-ত'দ'ন্ত হবে কি? স্বাস্থ্য অধিকর্তা জানান, যে-হেতু নমুনা সংগ্রহ করা হয়েছে, তাই আর ময়না-ত'দ'ন্তের প্রয়োজন নেই। মৃ'তের নাম জিনারুল হক (৩৩)। নবগ্রামের পলা'শপুকুর অঞ্চলের ওই বাসিন্দা সৌদি আরবের একটি বেসরকারি হাসপাতালে প্রায় এক বছর ধরে সাফাইকর্মীর কাজ করছিলেন। 

পারিবারিক সূত্রের খবর, সম্প্রতি ফোনে জিনারুল জানিয়েছিলেন, তিনি যে-হাসপাতালে কাজ করতেন, সেখানে বিভিন্ন সং'ক্র'মণ নিয়ে রো'গীরা ভর্তি হচ্ছিলেন। তারই মধ্যে কাজ করতে করতে ওই যুবক নিজেও অ'সু'স্থ হয়ে পড়েন। সৌদি আরবে চিকি'ৎসা এবং ওষুধের খরচ খুব বেশি। তাই ছু'টি নিয়ে ভারতে ফিরে এসেছিলেন তিনি। 

শনিবার সকালে দুবাই থেকে কলকাতা বিমানবন্দরে নামেন জিনারুল। নবগ্রামের বাড়ি ঢুকতে রাত ৯টা বে'জে গিয়েছিল। জিনারুলের এক আ'ত্মীয়, মহাতাব শেখ বলেন, ''রাতে বাড়ি ফেরার পরেই ওর শ্বা'সক'ষ্ট ও ব'মি শু'রু হয়। রবিবার সকালে ওকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভ'র্তি করানো হয়েছিল।'' স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বাসে একাধিক বার ব'মি করেছিলেন ওই যুবক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে