বুধবার, ১১ মার্চ, ২০২০, ০১:০৮:১২

করোনা ভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

করোনা ভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : কভিড-১৯ নামের নতুন করোনা ভাই’রাসে উত্তর কোরিয়ার প্রায় ১৮০ সেনার মৃত্যু হয়েছে। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীতে নিজস্ব সূত্রের বরাত দিয়ে সোমবার দক্ষিণ কোরিয়ার সংবাদ সংস্থা ডেইলি এনকে এ খবর প্রকাশ করেছে।

গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মা'রা যাওয়া সামরিক বাহিনীর বিভিন্ন শাখার এসব সেনার শরীরে করোনা ভাই’রাসের উপসর্গ পাওয়া গেছে। কোয়ারেন্টাইনে রাখা হয়েছে আরও ৩ হাজার ৭০০ সেনাকে। সামরিক বাহিনীকে সেবা দেয় এমন হাসপাতাল থেকে তথ্য সংগ্রহের মাধ্যমে এ খবর প্রকাশ করা হয়েছে। তবে উত্তর কোরিয়ার সরকারের দাবি, দেশটিতে এখনো করোনা ভাই’রাসের রোগী পাওয়া যায়নি। 

মার্কিন অবরো'ধে বিপ'র্য'স্ত উত্তর কোরিয়ার অর্থনীতি। দেশটির প্রধানতম অর্থনৈতিক সহযোগী রাষ্ট্র হচ্ছে প্রতিবেশী কমিউনিস্ট রাষ্ট্র চীন। উত্তর কোরিয়ার অর্থনীতি পুরোপুরি চীননির্ভর হয়ে পড়েছে গত কয়েক বছরে। কিন্তু নতুন করে শুরু হয়েছে আরেকটি সং'কট। করোনা ভাই'রাসের বিস্তার থামাতে ব'ন্ধ করে দিতে হয়েছে চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ আদান-প্রদান। ব’ন্ধ করে দিতে বাধ্য হয়েছে সীমান্তও।

আরও পড়ুন : 'মাস্ক' পরলেই করোনার ঝুঁকি বেশি, দাবি মার্কিন বিশেষজ্ঞের

সমগ্র বিশ্ব থেকে কার্যত বি'চ্ছি'ন্ন উত্তর কোরিয়া। একমাত্র চীন ও রাশিয়ার সঙ্গে রয়েছে ট্রেন ও বিমান যোগাযোগ। তবে করোনা ভাইরাস বিস্তার লাভ করার পর দেশটি চীনের সঙ্গে সকল বিমান ও ট্রেন সেবা ব'ন্ধ ঘোষণা করেছে। আন্তর্জাতিক পর্যটনও সাময়িক বা'তিল করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে