বুধবার, ১১ মার্চ, ২০২০, ০৪:৫০:৩৭

দ্বিতীয় দফায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়া দম্পতি

দ্বিতীয় দফায় ১৫ দিনের রিমান্ডে পাপিয়া দম্পতি

নিউজ ডেস্ক : জাল টাকা উ'দ্ধা'র, অ'স্ত্র ও মা'দকের পৃথক তিন মামলায় নরসিংদী জেলা যুব মহিলা লীগের বহি'ষ্কৃত সাধারণ সম্পাদক শামীমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমনকে ১৫ দিনের রিমা'ন্ড দিয়েছেন আদালত।

বুধবার ঢাকা মহানগর হাকিম পৃথক তিন মামলায় তাদের বি'রু'দ্ধে এ রিমা'ন্ডে আবেদন মঞ্জুর করেন। এদিন পাপিয়া ও তার স্বামী মতি সুমনকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় বিমানবন্দর থানার বিশেষ ক্ষ'মতা আইনে মামলা, শেরে-বাংলানগর থানার অ'স্ত্র ও মা'দক মামলার সুষ্ঠু তদ'ন্তের জন্য ১০ দিন করে ৩০ দিনের রিমা'ন্ড আবেদন করা হয়। আদালত ১৫ দিনের রিমা'ন্ড ম'ঞ্জুর করেন।

২২ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেটে ইন্দিরা রোডে পাপিয়ার বাসায় অভিযান চালিয়ে ১টি বিদেশি পি'স্তল, ২টি ম্যা'গাজিন, ২০ রাউন্ড গু'লি, ৫ বোতল বিদেশি ম'দ, ৫৮ লাখ ৪১ হাজার টাকা, ৫টি পাসপোর্ট, ৩টি চেক, বেশকিছু বিদেশি মুদ্রা ও বিভিন্ন ব্যাংকের ১০টি এটিএম কার্ড উ'দ্ধার করা হয়। এর আগে পাপিয়া ও তার স্বামীকে ১৫ দিনের রিমা'ন্ডে নেয়া হয়েছিল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে