আন্তর্জাতিক ডেস্ক : এবার করোনা ভাইরাসে আক্রা'ন্ত খোদ ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী নেডাইন ডরিস। মঙ্গলবার একটি টুইটে তিনি নিজেই এই খবর জানিয়েছেন। নেডাইন ডরিসের শরীরে করোনার স'ন্ধান মেলার পর ব্রিটেনের রাজনৈতিক জগতে ঘনিয়েছে আত'ঙ্কের মেঘ। কারণ, তিনি গত কয়েকদিনে মন্ত্রনালয়ের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে ওঠাবসা করেছেন।
এমনকী প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও সাক্ষাৎ করেছেন তিনি। শুক্রবার হঠাৎই অ'সুস্থ হয়ে পড়েন নেডাইন ডরিস। শ্বা'সক'ষ্ট শুরু হয় তার। তখন তিনি করোনা ভাই'রাস সং'ক্রা'ন্ত একটি বিলে সই করছিলেন। অ'সুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সোয়াব পরীক্ষা করা হয় তার। রিপোর্ট আসার পর দেখা যায় করোনা ভাই'রাস বাসা বেঁধেছে স্বাস্থ্যমন্ত্রীর শরীরে। আপাতত গৃহব'ন্দি রয়েছেন তিনি।
তবে নেডাইনের শরীরে করোনা ভাইরাসের সন্ধান পাওয়ার পর রাজনৈতিক মহলের নেতামন্ত্রীদের মধ্যেও করোনা আত'ঙ্ক ছড়িয়েছে। কারণ গত এক সপ্তাহে তিনি অনেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন। পার্লামেন্টেও গিয়েছেন। কয়েকদিন আগে তিনি প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গেও একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ফলে করোনা হওয়ার সম্ভাবনা রয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রীরও।
আরও পড়ুন : করোনা ভাইরাসে উত্তর কোরিয়ার ১৮০ সেনার মৃত্যু
তবে সূত্রের খবর, স্বাস্থ্যমন্ত্রীর চিকিৎসা শুরু হয়েছে। তার স্বাস্থ্যের ক্র'মশ উন্নতি হচ্ছে। শীঘ্রই সুস্থ হয়ে কাজে যোগ দিতে পারবেন তিনি। গোটা বিশ্ব এখন করোনা আত'ঙ্কে ভু'গছে। প্রাণঘা'তী এই ভাইরাসে এক লক্ষেরও উপর মানুষ আক্রা'ন্ত হয়েছেন। মৃ'তের সংখ্যা প্রায় সাড়ে তিন হাজার। চীনের অবস্থা সবচেয়ে ভ'য়াব'হ। তারপরই তালিকায় রয়েছে ইরান ও ইটালির নাম। সেখানেও উত্তরোত্তর আ'ক্রা'ন্তের সংখ্যা বাড়ছে। ব্রিটেনেও ছড়িয়ে পড়েছে করোনা। এই দেশে ৬ জন করোনার বলি হয়েছেন। আ'ক্রা'ন্ত প্রায় ৩৭০ জন।