বুধবার, ১১ মার্চ, ২০২০, ০৭:২৫:৪০

প্রেমিকা কার, বচসার জে'রে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খু'ন

প্রেমিকা কার, বচসার জে'রে এক বন্ধুর হাতে আরেক বন্ধু খু'ন

আন্তর্জাতিক ডেস্ক : প্রেমিকাকে নিয়ে বচ'সার জে'র। ম'দের আসরে খু'ন হলেন এক যুবক। তাকে বাঁ'চাতে গিয়ে গু'রুত'র জ'খম অব'স্থায় চিকিৎ'সাধীন আরও একজন। মৃ'ত যুবকের নাম বাবু হালদার (১৯)। আহ'ত হয়েছেন মিহির মজুমদার। মঙ্গলবার রাতের এই ঘট'নায় পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর থানার খুদিরাবাদ এলাকায় চা'ঞ্চল্য ছ'ড়িয়েছে। 

অভি'যোগ, মঙ্গলবার রাতে খুদিরাবাদ এলাকার একটি মাঠে নে'শার আ'সর বসেছিল। সেখানেই একটি মেয়েকে নিয়ে বচ'সা বাঁ'ধে। মেয়েটি কার সঙ্গে প্রেম করবে, তা নিয়ে দু'প'ক্ষের মধ্যে ত'র্কাত'র্কি শু'রু হয়ে যায়। যা পরে খু'নোখু'নির পর্যায়ে পৌঁ'ছে যায়। পাঁচ অভিযু'ক্তকে ইতিমধ্যে আ'টক করেছে পুলিশ। বাকিদের খোঁ'জে তল্লা'শি শুরু হয়েছে।

পুলিশ সূ'ত্রে খবর, মঙ্গলবার রাতে কয়েকজন যুবক এলাকার খোলা মাঠে ম'দ-গাঁ'জার আ'সর ব'সায়। মেয়েটি কার প্রেমিকা হবে, তা নিয়ে সেই ম'দের আসরেই দুই যুবকের মধ্যে বচ'সা শুরু হয়। এরপর অ'ভিযু'ক্ত যুবক বাবুকে ধা'রালো ছু'রি দিয়ে আ'ঘা'ত করে বলে অ'ভিযো'গ। ঘট'নায় এখনও পর্যন্ত পুলিশ পাঁচজনকে আ'টক করে জিজ্ঞা'সাবাদ করছে। ধৃ'তদের জিজ্ঞা'সাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ম'দের আসরে বচ'সার পরই বাবুকে পে'টে ও বু'কে ছু'রি দিয়ে আ'ঘা'ত করে অন্য কয়েকজন যুবক। 

বাবুকে বাঁ'চাতে গেলে মিহির মজুমদারকেও আ'ক্র'মণ করা হয়। মিহিরের শরীরে একাধিক আঘা'তের চি'হ্ন রয়েছে। এরপর দুই যুবককে এলাকায় ফে'লে পা'লিয়ে যায় এই আসরে থাকা অন্যরা। পরে স্থানীয় বাসিন্দারা তাদের পড়ে থাকতে দেখে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভ'র্তি করে। যদিও চিকিৎসকরা বাবু মজুমদারকে মৃ'ত বলে ঘো'ষণা করেন। যে প্রেমিকাকে কেন্দ্র করেই গ'ন্ডগো'ল তারও খোঁ'জ শুরু করেছে পুলিশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে