বুধবার, ১১ মার্চ, ২০২০, ০৮:০৬:১২

ইরানে ২২ ঘণ্টার ব্যবধানে আরও ৬৩ মৃত্যু

ইরানে ২২ ঘণ্টার ব্যবধানে আরও ৬৩ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মধ্যপ্রাচ্যের দেশ ইরানে গত ২২ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রা'ন্ত আরও ৬৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রা'ণঘা'তী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩৫৪ জনে। উৎপত্তিস্থ'ল চীন এবং ইউরোপের দেশ ইতালির পর ইরানেই সবচেয়ে বেশি মানুষ ভাই'রাসটিতে সং'ক্র'মিত হয়ে মা'রা গেল।

গতকাল মঙ্গলবার ৬৮ জন নিয়ে ভাইরাসটির প্রা'দুর্ভা'ব শুরু হওয়ার পর একদিনে সর্বোচ্চ প্রাণহা'নির ঘটনা ঘটে। গতকাল পর্যন্ত সেখানে ২৯১ মৃ'ত্যু ও ৮ হাজার ৪২ জন আ'ক্রা'ন্ত হলেও এখন মু'ত্যু সাড়ে তিন শতাধিক এবং আ'ক্রা'ন্তের সংখ্যা প্রায় ৯ হাজার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নি'শ্চিত করেছে।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা। সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ অপ্রয়োজনীয় ভ্রমণ বা'তিলে এড়িয়ে চলা ছাড়াও সকল ইরানি নাগরিককে ঘরে থাকার আহ্বান জানিয়েছেন। মুখপাত্র কিয়ানুশ জাহানপোর টেলিভিশন ভাষণে এই আহ্বান জানিয়েছেন।

চীনের পর ইতালি এবং ইরানে করোনা ভাইরাসের ভ'য়াব'হ প্রা'দুর্ভা'ব শুরু হয়েছে। ইরানের রাজধানী মঞর তেহরানে সর্বোচ্চসংখ্যক মানুষ করোনায় আ'ক্রা'ন্ত হয়েছেন। এরপরই দ্বিতীয় সর্বোচ্চ সং'ক্র'মণ ঘটেছে মাজানদারান প্রদেশে। তৃতীয় স্থানে আছে কোম প্রদেশ। প্রথম এখানে করোনা রোগী শনা'ক্ত হয়।

ইরানের কোনো অঞ্চলকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অ'বরু'দ্ধ কিংবা কোয়ারেন্টাইন হিসেবে ঘোষণা করা হয়নি। তবে দেশটির ক্ষ'মতাসীন সরকার করোনার প্রা'দু'র্ভাব মোকা'বিলায় ভ্রমণ এড়াতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে। প্রসঙ্গত, কোভিড-১৯ রো'গে মৃ'ত্যুর সংখ্যা এখন ৪ হাজার ৩৫৯ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে