আন্তর্জাতিক ডেস্ক : কংগ্রেসের হাত ছা'ড়িয়ে বিজেপিতে সা'মিল হয়েছে একদা কংগ্রেসের প্রভাবশালী নেতা ও মধ্যপ্রদেশের বিখ্যাত সিন্ধিয়া রাজবংশের উত্তরাধিকারী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। কংগ্রেসের তরুণ ব্রি'গে'ডের অন্যতম বিশ্ব'স্ত মুখ সিন্ধিয়া দল ছা'ড়ায় হতা'শা কংগ্রেশ শি'বিরে। কংগ্রেসের লম্বা রেসের ঘোড়া বলে মা'না হ'ত জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে।
রাহুল গান্ধীর সবচেয়ে কাছের নেতা ছিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। তার পদত্যা'গ করার প্রায় একদিন পর সংবাদ মাধ্যমের সামনে প্রতি'ক্রি'য়া দিতে গিয়ে স্প'ষ্ট'তই দলের এক সম্ভা'বনা'ময় নেতাকে হা'রা'নোর হ'তা'শা ঝ'রে পড়ল কংগ্রেসের প্রাক্তন অধ্যক্ষ রাহুলের গলায়। পদ'ত্যা'গের পরে জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার তরফে অভি'যোগ উঠেছিল, তিনি বহুবার রাহুলের সঙ্গে দেখা করতে চাইলেও সা'ক্ষাত্ হয়নি।
এদিন সাংবাদিকদের সঙ্গে সেই প্রসঙ্গে কথা বলার সময়ই এই অভি'যোগ অ'স্বী'কার করেন রাহুল। বলেন, 'আমরা একসঙ্গে কলেজে পড়ে ছিলাম। কখনও সিন্ধিয়ার প্রশ্ন অ'ব'জ্ঞা করিনি। সিন্ধিয়ার জন্য আমার বাড়িতে বরাবরই দরজা খোলা ছিল। যখন খুশি আসতে যেতে পারত।'''
মঙ্গলবার কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিলেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। সোমবার রাত থেকেই জ্যোতিরাদিত্যর সঙ্গে যোগাযোগ করতে পারেনি কংগ্রেস। হোলির দিনই জ্যোতিরাদিত্যকে সঙ্গে নিয়ে সকালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৈঠক শেষ করেই কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধিকে ই'স্ত'ফাপত্র পা'ঠিয়ে দেন সিন্ধিয়া।
এর আগে এদিন টুইটে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী লেখেন, ''মাননীয় প্রধানমন্ত্রী, আপনি এখন নির্বাচিত সরকার ফে'লতে ব্য'স্ত। তাই হয়তো আপনার চোখ এ'ড়িয়ে গিয়েছে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে ৩৫ শতাংশ। আপনি কি এই লাভটুকু সাধারণ ভারতীয়দের সঙ্গে ভা'গ করে নেবেন? তাহলে এক লিটার পেট্রোলের দাম ৬০ টাকার নী'চে নামবে। অর্থনীতি চা'ঙ্গা হবে''।
২০১৮ সালে তিন রাজ্য বিধানসভা নির্বাচনে জয় পেয়েছিল কংগ্রেস। তার মধ্য একটি ছিল মধ্যপ্রদেশ। ২৩০ আসনের মধ্যপ্রদেশ বিধানসভায় সরকার গ'ড়তে হলে ১১৫টি আসন থাকা লাগবে। সেখানে কংগ্রেস ১১৪টি ও বিজেপি ১০৯টি আসন জিতেছিল। বহুজন সমাজবাদী পার্টির ২ বিধায়কের সমর্থনে সরকার গড়েছিল কংগ্রেস। কিন্তু জ্যোতিরাদিত্যর সাথে সাথে তারই ঘ'নি'ষ্ঠ আরও ২২ জন বিধায়ক কংগ্রেস ছা'ড়ায় রাজ্যটিতে কংগ্রেস সরকারের বিদায়ের সাথে সাথে বিজেপির সরকার গ'ড়তে যাচ্ছে।