আন্তর্জাতিক ডেস্ক : ঠান্ডা মাথায় ষ'ড়য'ন্ত্রের ফল দিল্লি হিং'সা। ৩৬ ঘণ্টা ধরে র'ণক্ষে'ত্র দিল্লি। দু'ষ্কৃ'তি বাহিনীর তা'ণ্ডবে স্ত'ব্ধ জনজীবন। মৃত্যু হয় ৫২ জনের। রাজধানীর রাস্তার দিল্লি পুলিশের হিং'সা রোখার সাহ'সী ও ক'ঠো'র পদক্ষেপে শীঘ্রই নিয়ন্ত্রিত হয় পরি'স্থিতি। দো'ষীদের চি'হ্নিত করে ইতিমধ্যেই পুলিশ ২৬৪৭ জনকে গ্রেফতার করেছে। কাউকে রেয়াত করা হবে না।
সংসদে দাঁড়িয়ে এভাবেই দিল্লি পুলিশের প্রশংসায় পঞ্চমুখ ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরো'ধীদের অভিযো'গ নস্যাত্ করে দিল্লি হিং'সা নিয়'ন্ত্রণে সফল পুলিশ, দরাজ সার্টিফিকেট দিয়ে অমিত শাহ বলেন, 'মাত্র বারোটি থানায় হিং'সা হলেও ছড়ায়নি অশান্তি। ছত্রিশঘণ্টার মধ্যে পরি'স্থি'তি শান্ত। সংসদে দাঁড়িয়ে দিল্লি পুলিশকে ক্লি'নচিট অমিত শাহের।'
একইসঙ্গে দিল্লি হিং'সায় বিরো'ধীদের উস্কা'নি দেওয়ার অভিযো'গ তোলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহের বক্তব্যের মাঝেই লোকসভা থেকে ওয়াকআউট করে কংগ্রেস। গুণে গুণে বিরো'ধীদের অ'ভিযো'গ মনে করানো। গুনে গুণে অভিযোগের জবাব। লোকসভায় দাঁড়িয়ে নরমে - গরমে বার্তা অমিত শাহের। এদিন সংসদে দাঁড়িয়ে অমিত শাহ বলেন, দিল্লি হিং'সার পিছনে রয়েছে গভীর ষ'ড়য'ন্ত্র। উত্তরপ্রদেশ থেকে ঢুকেছিল ৩০০ দু'ষ্কৃতী। টাকা ছড়িয়ে হিং'সায় মদত। ১১০০ দু'ষ্কৃ'তী সনা'ক্ত। দিল্লি হিং'সায় একজনকেও ছাড়া হবে না। লোকসভায় দাঁড়িয়ে হু'ঙ্কার স্বরাষ্ট্রমন্ত্রীর।
তিনি আরও বলেন, 'বৈ'জ্ঞানিক পদ্ধতিতে হিং'সার তদ'ন্ত হচ্ছে। দু'ষ্কৃতীদের খুঁ'জতে ফেস আইডে'ন্টিফিকে'শন। দিল্লি হিং'সায় আজ পর্যন্ত ৭০০ এফআইআর হয়েছে। দিল্লিতে ৬০০ শান্তি বৈঠক হয়েছে। দিল্লি হিং'সায় আজ পর্যন্ত ২৬৪৭ ধৃ'ত। উত্তরপ্রদেশ থেকে এসেছিল ৩০০ দু'ষ্কৃ'তী। দিল্লি হিং'সায় ষ'ড়য'ন্ত্রের মামলা দায়ের। ষ'ড়য'ন্ত্র করতে ব্যবহার করা হয়েছে সোশাল মিডিয়া। ৬০টি সন্দে'হজনক অ্যা'কাউন্ট চি'হ্নিত করা হয়েছে।
আরও পড়ুন : বৃষ্টির মধ্যে দিল্লীর আকাশ থেকে ধেয়ে আসছে আ'গুনের জ্বলন্ত গো'লা!
২২ তারিখ সোশাল মিডিয়ায় অ্যাকাউন্টগুলি শুধু হিং'সা ছড়ানোর উদ্দে'শ্যেই খোলা হয়েছিল। ২৬ ফেব্রুয়ারি ব'ন্ধ হয় অ্যাকাউন্টগুলি। অ্যাকাউন্ট ব'ন্ধ করে পার পাবেন না দো'ষীরা। ষ'ড়য'ন্ত্রকারীদের খুঁ'জে বের করা হবেই।' অমিত শাহের কাছে কেন সফল দিল্লি পুলিশ? তার ব্যাখ্যা দিতে গিয়ে প্রতি'কুল পরি'স্থিতির কথা টেনে আনেন অমিত শাহ। বলেন, পুলিশকে অনেক প্রতিকূল পরি'স্থিতিতে কাজ করতে হয়। উত্তর-পূর্ব দিল্লির ঘিঞ্জি এলাকায় সং'ঘর্ষ হয়।
পুলিশ, ফায়ার সার্ভিসের পক্ষে পৌঁছনো সম্ভব ছিল না। সেই পরি'স্থিতিতে কাজ করতে হয়। দিল্লিতে ১ কোটি ৭০ লক্ষ জনসংখ্যা। ২০ লক্ষের বসতির মধ্যেই সংঘ'র্ষ আ'টকে রাখতে সফল পুলিশ।' ৩৬ ঘণ্টার মধ্যে সংঘ'র্ষ পরি'স্থিতি নিয়'ন্ত্রণে আনাটাও বড় সাফল্য বলে দাবি অমিত শাহের। দিল্লি হিং'সায় আইএস যোগের অ'ভিযো'গ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লি হিং'সার আলোচনার জবাবি ভাষণে বিরো'ধীদের নি'শা'না করে স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব, 'আইএসের সঙ্গে যুক্ত ২ ব্যক্তি ধৃ'ত। ধৃ'তদের জে'রা করছে দিল্লি পুলিশ।'
আরও পড়ুন : দিল্লির হিং'সায় মৃ'তদের মধ্যে বেশিরভাগেরই বয়স কম!
দিল্লিতে সং'ঘর্ষের সময় স্বরাষ্ট্রমন্ত্রীর ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। নিজের ভূমিকা নিয়ে অমিতের সাফাই, 'আমাদের লক্ষ্য ছিল শান্তি ফেরানো। ট্রাম্পের কর্মসূচি নির্ধারিত ছিল। তাই আমি ওখানে উপস্থিত ছিলাম। আমি তাজমহলে যাইনি। দিল্লি পুলিশের সঙ্গে যোগাযোগ রাখি। হিং'সা পরি'স্থিতি পর্যবে'ক্ষণে বৈঠক করি। অজিত ডোভালের সঙ্গে নিয়মিত বৈঠক চলে। আমার নির্দে'শেই উ'পদ্রু'ত এলাকায় যান ডোভাল।'