আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের একটি অত্যাধুনিক এফ-১৬ যু'দ্ধবিমান বিধ্ব'স্ত হওয়ার ঘটনায় একজন নিহ'ত হয়েছেন। মঙ্গলবার বিমানটি বিধ্ব'স্ত হলে এর পাইলট উইং কমা'ন্ডার নোমান আকরামের মৃ'ত্যু হয়। যু'দ্ধবিমানটি হঠাৎ নিয়'ন্ত্রণ হা'রিয়ে ফেলে খা'ড়া ভাবে ভূ'পা'তিত হয়।
পাকিস্তানের বিমান বাহিনীর বলছে, ২৩ মার্চ পাকিস্তানের এয়ার শো অনুষ্ঠানকে সামনে রেখে যু'দ্ধবিমানের ম'হড়া চলছিল। এমন সময় রাজধানী ইসলামাবাদে বিমানটি বি'ধ্ব'স্ত হয়। দু'র্ঘ'টনার সময় বিমানটিতে কেবল উইং কমান্ডারই ছিলেন। একটি ভিডিওচিত্রে দেখা গেছে, হঠাৎ নিয়'ন্ত্রণ হা'রিয়ে ফেলে খাড়া ভাবে ভূপা'তিত হয়ে সঙ্গে সঙ্গে এতে আ'গুন লেগে যায়।
পাকিস্তানের বিমান বাহিনী জানিয়েছে, এই দুর্ঘ'টনার ফলে আরও কোনও ক্ষ'য় ক্ষ'তি হয়েছে কিনা তা জানার চেষ্টা চলছে। সেখানে উ'দ্ধার কর্মীরা কাজ করে যাচ্ছেন। যুক্তরাষ্ট্রে তৈরিকৃত যু'দ্ধবিমানটি পুরোপুরি ভাবে ধ্বং'স হয়ে গেছে। পাকিস্তান সেনা ও বিমান বাহিনীর কর্মকর্তারা ঘটনাস্থ'লটি ঘিরে রেখেছে বলে জানিয়েছেন ইসলামাবাদের মেয়র শেখ আনসার আজিজ।
ইসলামাবাদের জিরো পয়েন্ট ইন্টারচেঞ্জের নিকটবর্তী শাকরপারিয়ান নগরীর একটি পাহাড়ের নাম। সংলগ্ন এলাকায় একটি পার্কও আছে। এর আগে ১২ ফেব্রুয়ারি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের মরদান জেলায় দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্ব'স্ত হয়েছিল। তারও আগে ৭ ফেব্রুয়ারি ও জানুয়ারির প্রথম দিকে বিমান বাহিনীর আরও দুটি প্রশিক্ষণ বিমান বিধ্ব'স্ত হয়েছিল। বিমান বিধ্ব'স্ত হওয়ার ভিডিওটি দেখুন..