বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০১:৪৭:০০

শীর্ষে পৌঁছে যাওয়ার পর কমছে করোনাভাইরাসের প্রভাব

শীর্ষে পৌঁছে যাওয়ার পর কমছে করোনাভাইরাসের প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: কভিড-১৯ নামের ম'হামা'রী করোনাভাইরাসের ছ'ড়ানোর গতি ম'ন্থ'র হচ্ছে। গত ডিসেম্বরে চীনের উহান থেকে ছ'ড়ানোর পর সারা বিশ্বে মা'রা গেছে ৪ হাজার ২০০ জন এবং আক্রা'ন্ত হয়েছে ১ লাখ ১৮ হাজার। আক্রা'ন্ত ও যাদের মৃ'ত্যু হয়েছে তার ৮০ ভাগই চীনে। ভাইরাস আক্রা'ন্ত হওয়ার হার সর্বো'চ্চ পর্যায়ে পৌঁছানোর পর এবার এ হার কমতে শুরু করেছে। এ প্রক্রি'য়া শুরু হয়েছে এক মাস আগে।

করোনাভাইরাস প্র'তিরো'ধে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে চীনে মিশন পরিচালনাকারী কানাডিয়ান এপিডেমিওলোজিস্টের উ'পস্থা'পিত পরিসং'খ্যান থেকে এমন ত'থ্য জানা গেছে। আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে মানুষ কখন মা'রা যায়? চলুন জেনে নেয়া যাক-

আগে দিনে করোনাভাইরাসে ৪০০০ ব্যক্তি আক্রা'ন্ত হওয়ার খবর মি'লতো। এখন তা ২০০-তে এসে দাঁড়িয়েছে। অন্যান্য দেশেও আক্রা'ন্তের হার কমে আসার প্রক্রি'য়া শুরু হবে।ইবো'লা, সা'র্স ও এই'ডসের মতো ম'হামা'রীর ক্ষে'ত্রেও এ প্যা'টা'র্ন ল'ক্ষ্য করা গেছে। প্রতি বছর মৌসুমী ফ্লু'র ক্ষেত্রেও এটা ঘ'টে। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে