বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০১:৫৫:১৫

করোনায় আক্রা'ন্ত হতে পারে জার্মানির ৭০ ভাগ মানুষ : আঙ্গেলা ম্যার্কেল

করোনায় আক্রা'ন্ত হতে পারে জার্মানির ৭০ ভাগ মানুষ : আঙ্গেলা ম্যার্কেল

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী আ'ত'ঙ্ক সৃ'ষ্টি করা করোনা ভাই'রাস এরই মধ্যে ছ'ড়িয়ে পড়েছে ১১৫টি দেশে। গতকাল প্রথমবারের মতো জার্মানিতে দুই জনের প্রা'ণ নিয়েছে করোনা। আজ আরও বড় আ'শ'ঙ্কা'র কথা জানালেন জার্মান চ্যান্সেলর। বললেন, জার্মানির মোট জনসংখ্যার ৭০ ভাগ মানুষ নভেল করোনা ভাই'রাসে আক্রা'ন্ত হতে পারেন বলে আ'শ'ঙ্কা করা হচ্ছে।

বুধবার স্বাস্থ্যমন্ত্রী জ্যান্স স্পেনকে সঙ্গে নিয়ে এক সংবাদ সম্মেলনে এ আ'শ'ঙ্কার কথা জানান দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল। তিনি বলেন, দেশের ৭০ ভাগ অর্থাৎ, ৫ কোটি ৮০ লাখ মানুষ এই ভাই'রাসে আ'ক্রা'ন্ত হতে পারেন। ম্যার্কেল বলেন, এই রো'গের প্র'তি'ষে'ধক এখনও আ'বি'ষ্কার না হওয়ায় ভাই'রাসের প্রা'দু'র্ভা'ব ক'মিয়ে আনার ওপর জো'র দিতে হবে। এটা জ'য়ী হওয়ারই সময়।

সর্বশেষ খবর অনুযায়ী জার্মানিতে করোনার সং'ক্র'মণে বুধবার আরও একজনের মৃ'ত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃ'তের সংখ্যা দাঁড়াল ৩-এ। আর আ'ক্রা'ন্তের সংখ্যা ১২৯৬ জনে ঠে'কে'ছে। সংবাদ সম্মেলনে ম্যার্কেল বলেন, এই ভাই'রাস ছ'ড়িয়ে পড়া ঠে'কাকে শুধুমাত্র সী'মা'ন্ত ব'ন্ধ করাই সমা'ধান নয়। অন্য দেশ থেকে যাতে কেউ প্রবেশ করতে না পারে সে ব্যাপারে স'ত'র্ক হওয়ার পরা'মর্শ দেন তিনি।

জার্মান চ্যান্সেলর বলেন, পা'রা'ষ্পা'রিক নি'র্ভরতা, কমন সে'ন্স ও একে অন্যের প্রতি য'ত্নশী'ল হওয়ারও পরী'ক্ষা এটি। আশা করি এই পরী'ক্ষায় আমরা উত্তী'র্ণ হতে পারব। গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অ'স্তি'ত্ব ধ'রা পড়ে। এরপর তা ছ'ড়িয়ে পড়েছে সারাবিশ্বে। প্রা'ণঘা'তী এই ভাই'রাসে চীনে আ'ক্রা'ন্তের সংখ্যা ৮০ হাজার ৭৫৪ জন; এদের মধ্যে মৃ'ত্যু হয়েছে ৩ হাজার ১৩৬ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে