বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০৩:২৩:৫৬

ইতালিজুড়ে রেড অ্যালা'র্ট জা'রি, ইতালিকে বাঁ'চানোর আহ্বান প্রধানমন্ত্রীর

ইতালিজুড়ে রেড অ্যালা'র্ট জা'রি, ইতালিকে বাঁ'চানোর আহ্বান প্রধানমন্ত্রীর

 ইতালির প্রধানমন্ত্রী জোসেপ্পে কন্তে এক ঘোষণায় ইতালিকে বাঁ'চানোর আহ্বান জানিয়েছেন। ইতালিজুড়ে রেড অ্যা'লা'র্ট জা'রি করার দুদিন পরেই বুধবার রাতে এ আহবান জানান। 

ভাষণে জোসেপ্পে বলেন, আজ বৃহস্পতিবার থেকে ফার্মেসি, গ্রোসারিশপ ব্যাংকসহ মৌলিক ‌প্রয়োজনীয় বিষয় ছাড়া ইতালির সমস্ত বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। এই নিষে'ধা'জ্ঞা প্রথম ধাপে আগামী ২৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে। 

তিনি আরো বলেন, ইতালি সবার আর তাই প্রতিটি নাগরিকদের সুরক্ষার জন্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এই নিয়মগুলো মেনে চলতে হবে। যেন আমাদের এই প্রিয় দেশটি আবার সারা বিশ্বকে জানিয়ে দিতে পারে শক্তিশালী (ফরছা) ইতালিয়া। 

করোনাভাইরা'সের সংক্র'মণে'র সংখ্যা ইতালিতে ম'হামা'রীতে রু'প নিয়েছে। পেছনের সব রেক'র্ড ভে'ঙে বুধবার সর্বোচ্চ ১৯৬ জন মা'রা গেছে। নতুন করে সং'ক্রমি'ত হয়েছে ২৩১৩ জন যা বিশ্বের যেকোনো দেশের তুলনায় কয়েকগুন বেশি।

এদিকে ইতালিস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত আবদুস সোবহান সিকদার সকল প্রবাসী বাংলাদেশিদের আ'তঙ্কি'ত না হয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান। সেই সঙ্গে অতি প্রয়োজনীয় কাজ ছাড়া ঘর থেকে বাহির না হওয়ার ও আহ্বান জানান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে