বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০৬:১৪:১৫

করোনাভাইরাস : সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলল দুবাই

করোনাভাইরাস : সরকারি কর্মীদের বাড়ি থেকে কাজ করতে বলল দুবাই

আন্তর্জাতিক ডেস্ক : প্রা'ণঘা'তী করোনাভাইরাসের বি'স্তার রো'ধে সরকারি কর্মীদের নিজ নিজ বাসস্থান থেকে কাজ করার নির্দেশনা দিয়েছে দুবাই সরকার।দুবাইয়ের যুবরাজ ও দুবাই এক্সিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের নির্দে'শে দুবাই সরকার ঘো'ষণা করেছে যে তাদের কর্মীরা এখন থেকে নিজ নিজ বাড়ি থেকে দূরব'র্তী কর্ম পদ্ধতির (রি'মো'ট ওয়া'র্ক সিস্টে'ম) মাধ্যমে অফিসিয়াল কাজ করতে পারবেন। দুবাই এক্সিকিউটিভ কাউন্সিল বলেছে, তারা নিজেদের কর্মীদের স্বা'স্থ্য ও সুর'ক্ষা নি'শ্চি'ত করতে এবং করোনভাইরাসের (কভিড-১৯) সং'ক্র'মণ ঠে'কাতে বিভিন্ন সত'র্কতামূ'লক ব্যব'স্থা বাস্ত'বায়ন করছে।সংযুক্ত আরব আমিরাতে ৭৪ জন এতে আক্রা'ন্ত হয়েছেন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহান শহরে প্রথম এ ভাইরাসের প্রা'দুর্ভা'ব দেখা দেয়। এতে দেশটির ৮০ হাজার ৭৯৩ জন আক্রা'ন্ত হয়েছেন। আর তিন হাজার ১৬৯ জন মা'রা গেছেন। এরপর বিশ্বের অন্তত ১১৬টি দেশে ছ'ড়িয়ে পড়েছে প্রা'ণঘা'তী করোনাভাই'রাস। এতে এ পর্যন্ত বিশ্বের এক লাখ ২৫ হাজার ৯৭২ জন সং'ক্র'মি'ত হয়েছেন। আর মা'রা গেছেন চার হাজার ৬৩১ জন।

এর মধ্যে ইরানে করোনাভাইরাসে নয় হাজার জন আ'ক্রা'ন্ত হয়েছেন। এতে মা'রা গেছেন ৩৫৪ জন।আরও পড়ুন: করোনাভাইরাসে আক্রা'ন্ত হলে মানুষ কখন মা'রা যায়? চলুন জেনে নেয়া যাক-
ইতালিতে আ'ক্রা'ন্ত হয়েছেন ১২ হাজার ৪৬২ জন। এখানে মা'রা গেছেন ৮২৭ জন। করোনা ঠে'কাতে ইতালির ৬০ মিলিয়ন (সবাইকে) মানুষকে ঘরব'ন্দী করে রাখা হয়েছে। দক্ষিণ কোরিয়ায় আ'ক্রা'ন্তের সংখ্যা সাত হাজার ৮৬৯ এবং মৃ'তের সংখ্যা ৬৬।যুক্তরাষ্ট্রে মা'রা গেছেন ৩৮ জন। এখানে আ'ক্রা'ন্ত হয়েছেন এক হাজার ৩০২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে