বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ০৭:১০:৩৭

ভারতের শেয়ার বাজারে বৃহৎ পতন, বিশ্ব শেয়ার বাজারেও ধস

ভারতের শেয়ার বাজারে বৃহৎ পতন, বিশ্ব শেয়ার বাজারেও ধস

আন্তর্জাতিক ডেস্ক : যতদিন যাচ্ছে, করোনা কারণে ধস নামছে গোটা বিশ্বের শেয়ার বাজারে। থা'বা পড়েছে ভারতের শেয়ার বাজারেও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বিশ্বব্যাপী মহামা'রি ঘোষণা করতেই বৃহস্পতিবার রেকর্ড পতন হল ভারতের শেয়ার বাজারে। সেনসেক্স পড়ল প্রায় ২৭০০ পয়েন্ট। পাল্লা দিয়ে নিফটির সূচক নামল ১০ হাজারের নিচে। ডলারের তুলনায় টাকার দামেও পতন হয়েছে এদিন। শেয়ার বিশেষজ্ঞরা বলছেন, অন্যতম বৃহৎ পতন হয়েছে এদিন।

প্রসঙ্গত, বুধবারই করোনাকে বিশ্বব্যাপী মহামা'রি ঘোষণা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তারপর এদিন সকালে বাজার খুলতেই সেনসেক্স পড়ে দেড় হাজার পয়েন্ট। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে থাকে। নামতে নামতে ২৭০০ পয়েন্ট পড়ে ৩৩ হাজার পয়েন্টে গিয়ে দাঁড়ায় সেনসেক্স। অন্যদিকে, নিফটি রেকর্ড ৮০৯ পয়েন্ট পড়ে শেষপর্যন্ত দাঁড়ায় ৯,৬৪৮.৬৫ পয়েন্টে। গত দু'বছরে এত নিচে নামেনি নিফটির সূচক। ভারতের মতো বিশ্বের বাজারেও প্রভাব পড়েছে। আমেরিকা, জাপান, জার্মানির শেয়ার বাজারেও ধ'স নেমেছে।

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনও পর্যন্ত বিশ্বের ১১৪টি দেশে ছড়িয়ে পড়েছে এই মা'রণ ভাইরাসের সং'ক্রমণ। মৃত্যু হয়েছে ৪,২৯১ জনের। ১ লক্ষ ১৮ হাজার মানুষ ভাইরাসে আক্রা'ন্ত। এদিকে নতুন করে ১৩ জনের শরীরে ভাইরাস মেলায় ভারতে আক্রা'ন্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৩। আত'ঙ্কের জেরে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত সমস্ত ট্যুরিস্ট ভিসার আবেদন বা'তিলের সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। প্রয়োজন ছাড়া বিদেশ সফরে কড়া নিষে'ধা'জ্ঞা জা'রি করেছে ভারত সরকার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে