বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ১০:২৪:৫১

এবার ফিলিপাইনের প্রেসিডেন্ট, করোনার পরী'ক্ষা করালেন রদ্রিগো দু'তে'র্তে

এবার ফিলিপাইনের প্রেসিডেন্ট, করোনার পরী'ক্ষা করালেন রদ্রিগো দু'তে'র্তে

নিউজ ডেস্ক: করোনা আ'তং'কে রয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দু'তে'র্তে। তিনি এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত স'ন্দে'হে বৃহস্পতিবার পরী'ক্ষা করান। দেশটিতে এখন পর্যন্ত করোনা ভাই'রাস সং'ক্র'মণে দুইজন মা'রা গেছেন। প্রেসিডেন্টের মু'খপা'ত্র সালভাদোর পানেলো বলেন, দু'তে'র্তের ভাই'রাস আ'ক্রা'ন্তের কোনো ল'ক্ষ'ণ দেখা যায়নি তবে তিনি পরী'ক্ষা করিয়েছেন।

স্থানীয় সংবাদ মাধ্যম র‌্যা'পে'লা'রের বরাত দিয়ে তুর্কি গণমাধ্যম ইয়েনি শাফাক জানায়, দু'তে'র্তের পাশে সিনেটর ব'ঙ্গো গোকেও পরী'ক্ষা করা হয়েছিল। তিনি বলেন, ৪৮ ঘণ্টার মধ্যে শনিবার পরী'ক্ষার ফ'লাফ'ল পাওয়া যাবে। প্রেসিডেন্টের মু'খপা'ত্র বলেন, বিশ্ব স্বা'স্থ্য সং'স্থা এ ভাইরা'সটিকে বিশ্বব্যা'পী ম'হামা'রী ঘো'ষণা করার পরে করোনার প্রা'দু'র্ভা'বের বিষয়ে জ'রু'রি ব্যব'স্থা নিতে আজ আ'লো'চনা করা হবে।

সালভাদোর পানেলো বলেন, 'প্রেসিডেন্টের স্বা'ক্ষ'রের পরে আ'লো'চনার বিষ'য়ব'স্তু জ'নস'ন্মু'খে ঘো'ষণা করা হবে।' ডেই'লি ম্যা'নি'লা স্ট্যা'ন্ডা'র্ডের এক প্রতি'বে'দ'নে বলা হয়, গত বুধবার ৬৭ বছর বয়সী এক ফিলিপিনো নারী এ ভাই'রাসে আ'ক্রা'ন্ত হয়ে মা'রা যান। ওই নারীর চিকি'ৎসা করা ম্যা'নি'লা ড'ক্টর'স হসপিটাল জানায়, এ ভাই'রাসে এই প্রথম কোনো ফিলিপিনো নাগরিক মা'রা যান।

বিশ্বস্বা'স্থ্য সং'স্থা জানায়, ফিলিপাইনে ৫২ জনের শরীরে করোনা ভাই'রাস পরী'ক্ষা'য় প'জেটি'ভ পাওয়া গেছে। চীন থেকে ছ'ড়িয়ে পড়া করোনা ভাই'রাসে গত মাসে প্রথম একজন মা'রা যান। এর আগে দেশটির প্রেসিডেন্ট র'দ্রি'গো জন স্বা'স্থ্য জ'রুরি অবস্থা জা'রি করেন। চীন থেকে সারা বিশ্বে ছ'ড়ি'য়ে পড়া এ ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়েছেন ১ লাখ ২৯ হাজার ১৬৭ জন আর মৃ'ত্যু হয়েছে ৪৭৪৯ জনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে