শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১২:৪৫:২৮

এবার করোনায় প্রা'ণ হা'রালেন ইতালির খ্যাতিমান চিকিৎসক

এবার করোনায় প্রা'ণ হা'রালেন ইতালির খ্যাতিমান চিকিৎসক

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত হয়ে প্রা'ণ হা'রিয়েছেন ইতালির এক খ্যা'তিমান চিকিৎসক। উত্তর ইতালিয় ভেরেসের মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রধান ছিলেন তিনি। রবার্তো স্টেলা নামের ওই চিকিৎসকের বয়স ছিল ৬৭ বছর। করোনায় আক্রা'ন্তের কারণে তার শ্বা'সয'ন্ত্রের সম'স্যা হয়।

রবার্তো স্টেলা ইতালির একজন খ্যা'তিমান চিকিৎসক ছিলেন। ভেরেস নামক শহরের মেয়র তার মৃ'ত্যুর খবরটি নি'শ্চি'ত করেছেন। তার মৃ'ত্যুতে ইতালির ডক্টরস ও জেনা'রেল প্রা'ক্টি'শনা'র্স ফেডারেশন শো'ক জানিয়েছে। তারা মনে করেন, করোনার কারণে ইতালির যেসব চিকিৎসক ও নার্সরা বি'প'দের মু'খোমু'খি হচ্ছেন; তাদের বিষয়ে সরকার খে'য়াল রাখবে সরকার।

করোনা ভাই'রাস ইতালিতে মা'রণ থা'বা ব'সি'য়েই চ'লেছে। প্রা'ণঘা'তী করোনা ভাই'রাস চীনের পর ভ'য়ঙ্ক'র হিসেবে দেখা দিয়েছে ইউরোপের এই দেশটিতে। এরই মধ্যে মৃ'ত্যুপু'রী'তে প'রিণ'ত হয়েছে দেশটি। সেখানে মৃ'ত্যের সংখ্যা বে'ড়ে দাঁ'ড়িয়েছে ৮২৭ জনে। গত ২৪ ঘণ্টায় মা'রা গেছেন ১৯৬ জন। ইতালিতে একদিনেই নতুন করে আ'ক্রা'ন্ত হয়েছেন দুই হাজার ৩১৪ জন। চিকি'ৎসা'ধীন আছেন ১০ হাজার ৫৯০ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে