শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০১:৪৩:৩৬

'গ্রেটা তোমাকেও করোনা ধরবে এবং তুমি মারা যাবে'

'গ্রেটা তোমাকেও করোনা ধরবে এবং তুমি মারা যাবে'

আন্তর্জাতিক ডেস্ক : জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্দো'লনে সাড়া জা'গানো সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ করোনা ভাই'রাস নিয়ে টুইট করে ট্রলের শি'কার হয়েছেন। গতকাল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আনুষ্ঠানিকভাবে ভাইরাসটিকে মহামা'রি হিসাবে ঘোষণা করার পর এটা নিয়ে টুইট করেন থুনবার্গ।

টুইটে গ্রেটা লেখেন, এটাকে সং'ক'ট মনে না করে কিভাবে সমাধান করতে পারি সেজন্য বিশেষজ্ঞ এবং বিজ্ঞানের পিছনে আমাদের ঐক্যব'দ্ধ হতে হবে। বিশেষজ্ঞরা এখন আমাদের পাবলিক গেদারিং এড়িয়ে চলতে বলেছেন। এর মাধ্যমে করোনা ভাই'রাস ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি থাকে। আমাদের সচেতন হতে হবে।

তার এই টুইটের পরই পা'ল্টা রিপ্লেতে ট্র'ল করা শুরু হয়। অনেকে লেখেন, 'আশা করি করোনায় তোমাকেও ধ'রবে এবং মা'রা যাবে'। অনেকে আবার কিশোরীর মৃ'ত্যুও কামনা করেছেন। ফলো-আপ টুইটটিতে গ্রেটা লিখেছেন, ''আমি ব্যক্তিগতভাবে পরা'মর্শ দিচ্ছি যে, বিশেষজ্ঞরা যা বলেছেন আমরা তাই করি। বিশেষত উচ্চ ঝুঁ'কিপূর্ণ অঞ্চলে।''

সুইডিশ কন্যা আরও বলেন, 'জলবায়ু এবং পরিবেশগত স'ঙ্ক'টের কারণে মানব সভ্যতা আজ সবচেয়ে বড় সং'কটের মু'খোমু'খি হয়েছে। আপাতত আমাদের জনসচেতনতা তৈরির নতুন উপায় খুঁ'জে বের করতে হবে,পরিবর্তনের পক্ষে জনসচেতনা বাড়াতে হবে এবং আধিক জনসমাগম এড়িয়ে চলতে হবে।

একজন সমালো'চনা করে লিখেছেন, গ্রেটা থুনবার্গ বিশ্বের সবচেয়ে হতা'শাগ্র'স্থ মানুষ। অন্যদের বি'রু'দ্ধে অ'ভিযোগ করা ছাড়া তার কোন কাজ নেই। আশা করবো করোনা ভাই'রাস তাকে ধ'রবে এবং সে মা'রা যাবে। আরেকজন লিথেছেন, গ্রেটা থুনবার্গকে অবশ্যই করোনা ভাই'রাসে ধ'রবে এবং তার যাত্রা এখানেই শেষ হবে।

'ফ্রাইডেস ফর ফিউচার' আন্দো'লনে সুইডেনের এই কিশোরী লাখ লাখ মানুষকে সমবেত করে বিশ্বব্যাপী ন'জর কেড়েছিল। ২০১৮ সালের আগস্টে সুইডেনে নিজের মতো করে জলবায়ু পরিবর্তনের বি'রু'দ্ধে প্রতিবা'দ শুরু করে সে। সুইডেন পার্লামেন্ট ভবনের বাইরে তার ''স্কুল স্ট্রাইক ফর ক্লাইমেট'' আন্দো'লনে অনেক স্কুলশিক্ষার্থী অনুপ্রাণিত হয়। আন্দো'লন ছড়িয়ে পড়ে বিশ্বের অনেক দেশে। ন'জর কাড়ে বিশ্বের। সে সময় জলবায়ু পরিবর্তনের পরি'ণতি উপেক্ষা না করতে সরকারপ্রধানদের প্রতি আহ্বান জানিয়েছিল গ্রেটা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে