শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ০৫:০৪:১৪

করোনা ভাইরাসে বিজেপি শাসিত রাজ্যে প্রথম ভারতীয়ের মৃত্যু

করোনা ভাইরাসে বিজেপি শাসিত রাজ্যে প্রথম ভারতীয়ের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : করোনা ভাইরাসের থা'বায় ভারতে প্রথম প্রাণ গেল এক ব্যক্তির। দেশটিতে প্রথম প্রা'ণহা'নির ঘটনা বিজেপি শা'সিত কর্নাটকের কালবুর্গিতে। সৌদি আরব থেকে ফেরার পরেই মঙ্গলবার মৃত্যু হয় ৭৬ বছরের এক বৃদ্ধর। অন্যান্য রো'গের সঙ্গে বৃদ্ধ করোনা ভাইরাসেও আক্রা'ন্ত ছিলেন বলে জানায় কর্নাটকের স্বাস্থ্যদপ্তর।

করোনা ভাইরাসে আক্রা'ন্ত হওয়ার আত'ঙ্ক এতদিন ভারতীয়দের তা'ড়া করে বেড়ালেও এই প্রথম করোনায় আক্রা'ন্ত হয়ে মৃত্যু হল এক ভারতীয়ের। তবে তার মৃত্যুতে শো'কের তুলনায়ও বৃদ্ধের পরিবারের গাফি'লতিতে বেশি ক্ষু'দ্ধ কর্নাটকের স্বাস্থ্যদপ্তর। বৃহস্পতিবার রাতে কর্নাটকের স্বাস্থ‌্যমন্ত্রী বি শ্রীরামালু জানান, তাদের রাজ্যে কালবুর্গি জেলায় সৌদি ফেরত ৭৬ বছরের এক বৃদ্ধ করোনায় আক্রা'ন্ত হয়ে মা'রা গিয়েছেন। গত ২৯ ফেব্রুয়ারি ওই বৃদ্ধ সৌদি আরব থেকে ফিরেছিলেন। 

তারপরই গত ৬ মার্চ থেকে বৃদ্ধের জ্বর ও কাশি শুরু হয়। বাড়ির লোকেরা স্থানীয় এক চিকিৎসককে দেখান। ৯ মার্চ তাকে কালবুর্গির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে, তার নিউমোনিয়ার চিকিৎসা শুরু হলেও বৃদ্ধের শরীরে করোনার উপ'স্থিতি রয়েছে বলেও সন্দে'হ করা হয়। ওইদিনই তার দেহ থেকে প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে করোনা ভাইরাসের পরীক্ষার জন‌্য ল‌্যাবে পাঠানো হয়। 

আরও পড়ুন : করোনা ভাইরাস নিয়ে কিছুটা সুখবর জানালেন গবেষকরা

স্বাস্থ‌্যদপ্তরের তরফে জানানো হয়েছে, বৃদ্ধের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ৯ মার্চই বাড়ির লোক জো'র করে বৃদ্ধকে কালবুর্গির বেসরকারি হাসপাতাল থেকে ছাড়িয়ে নিয়ে গিয়ে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করান। এমনকি তাকে আইসোলেশনেও রাখা হয়নি হলে অভিযো'গ ওঠে পরিবারের বিরু'দ্ধে। ওই বেসরকারি হাসপাতালে ১০ মার্চ বৃদ্ধের মৃত্যু হয়। বৃহস্পতিবার রাতে মৃ'ত বৃদ্ধের মেডিক‌্যাল রিপোর্টে করোনা ভাইরাসের অস্তিত্ব প্রমাণিত হয়। সূত্র : সংবাদ প্রতিদিন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে