শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ১১:৫৮:১৭

‘করোনাভাইরাসের প্রথম উৎপত্তি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে!’

‘করোনাভাইরাসের প্রথম উৎপত্তি হয় মার্কিন যুক্তরাষ্ট্রে!’

আন্তর্জাতিক ডেস্ক : চীন-যুক্তরাষ্ট্রের মাঝে বাণিজ্যযু'দ্ধ চ'লাকালেই শুরু হয় করোনাভাইরাসের উপদ্রব। দুই দেশ একে অপরকে কু'পোকা'ত করতে অতিরিক্ত শুল্ক চাপাতে থাকে। বাণিজ্যিক দিক থেকে দুই দেশের তো ক্ষতি হচ্ছিল, তার প্র'ভাবও পড়ে দক্ষিণ-এশিয়ার দেশগুলির উপরে।

কিন্তু নোভেল করোনাভাইরাসের কারণে পুরো বিশ্বের অর্থনীতিই টা'লমাটা'ল অবস্থার মধ্যে পড়ে গেছে, বিশেষ করে চীনের। দেশটির উহান প্রদেশে প্রথম ধ'রা পড়ে করোনাভাইরাস। সেখানে মৃ'ত্যু হয়েছে প্রায় তিন হাজার মানুষের।

এখন প্রশ্ন উঠছে, এই ভাইরাসের উৎপত্তি কীভাবে  হলো? প্রথমে মনে করা হয়েছিল, উহান প্রদেশের হুয়ানান সি-ফুড মার্কেট থেকে এই ভাইরাসের উৎপত্তি। সামুদ্রিক প্রাণীর দেহ থেকে কভিড-১৯ এর জীবাণু মেলে।

তবে জাপানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, চীনে যে এই ভাইরাসের উৎপত্তি, এমন কোনও প্রমাণ মেলেনি। ৪টি মহাদেশের ১২টি দেশ থেকে ১০০-র বেশি জেনম সংগ্রহ করে করা গবেষণায় দেখা গেছে চীন করোনার উৎপত্তিস্থল নয়।

চীনের এক গবেষণায় দাবি করা হয়েছে, মানুষ থেকে মানুষে এই ভাইরাসের সং'ক্রম'ণ হয় গত নভেম্বর থেকে। হুয়ানানে অনেক পরে এই ভাইরাসের আমদানি হয়।

এদিকে গ্লোবাল টাইমসের খবরে বলা হয়েছে, গত বছর ডিসেম্বরে গোড়ার দিকে নোভেল করোনাভাইরাস ছ'ড়ায়। সে সময় চলছিল উহান মিলিটারি গেমস। বিভিন্ন দেশের প্রতিনিধি দল অংশগ্রহণ করে এই গেমসে। মার্কিন সেনা প্রতিনিধিরাও অতিথি হিসাবে আসে।

উল্লেখ্য, সম্প্রতি মার্কিন স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা সাংবাদিকদের সামনে স্বী'কার করেন, ৩.৪ কোটি মানুষ ইনফ্লুয়েঞ্জায় আ'ক্রা'ন্ত হয়েছেন যুক্তরাষ্ট্রে। যার জেরে মৃ'ত্যু হয়েছে প্রায় ২০ হাজার মার্কিন নাগরিকের।

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল টাইমস বৃহস্পতিবার এক খবরে বলেছে, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিস কন্ট্রোল এন্ড প্রিভেনশন (সিডিসি)-এর পরিচালক রবার্ট রেডফিল্ড স্বী'কার করেছেন যে, কিছু ফ্লু রোগীর সম্ভবত ভুল চিকিৎসা করা হয়েছিলো যারা আসলে করোনা ভাইরাসে আ'ক্রা'ন্ত ছিলেন।
এরপরই চীন দাবি করতে শুরু করে, তাহলে কি প্রথম করোনা সং'ক্রম'ণ ছড়ায় মার্কিন যুক্তরাষ্ট্রে!

কেননা, উহান মিলিটারি গেমসের পরেই চীনে করোনাভাইরাস ছ'ড়ায়। তার স্বীকারোক্তির জের ধরে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ে অন্যতম মুখপত্র ঝাও লিজিয়ান দাবি করেন, মার্কিন সেনারাই সম্ভবত উহানে কভিড-১৯ ছ'ড়িয়েছে, যারা পরে পুরো চীনে ছ'ড়িয়ে পড়ে।

চীনের অভিযোগ, যুক্তরাষ্ট্রে জিরো পেশেন্ট কে? কতজন আ'ক্রা'ন্ত এবং কোন কোন হাসপাতালে চিকিৎসা হচ্ছে? সেই হাসপাতালগুলোর নাম কী? এসব বিষয় গোপন করছে যুক্তরাষ্ট্র। জাপানের সংবাদমাধ্যম আসাহি দাবি করে, মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রথম করোনাভাইরাসের উৎপত্তি হয়। ইনফ্লুয়েঞ্জা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। 

চীন এবং জাপানের দাবি নিয়ে মুখ না খুললেও, ইউএস সেন্টার্স ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন তরফে জানানো হয়, নিউ ইয়র্ক সিটি, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, সিয়াটেলে ইনফ্লুয়েঞ্জা আ'ক্রা'ন্তদের নোভেল করোনাভাইরাস পরীক্ষা করা হবে। সূত্র: জিনিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে