শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৫:৪৯:৫১

এবার দিনের বেলায় ইরাকে মার্কিন ঘাঁটিতে পর পর ১০ রকেট হা'মলা

এবার দিনের বেলায় ইরাকে মার্কিন ঘাঁটিতে পর পর ১০ রকেট হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকের উত্তর বাগদাদের মার্কিন সামরিক ঘাঁটিতে নতুন করে রকেট হা'মলা হয়েছে। শনিবার দিনের বেলার বির'ল এই হা'মলার ঘটনা ঘটেছে। ইরাকি ও মার্কিন সামরিক সূত্র এমন তথ্য নি'শ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

তিন দিন আগে এক হা'মলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহ'ত হওয়ার পর নতুন করে আবার কাতিউশা রকেট নিক্ষে'প করা হয়েছে। এক ইরাকি কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ঘাঁ'টিতে ১০টি রকেট আঘা'ত হে'নেছে। এখনো তিনি সাইরেন শুনতে পাচ্ছেন বলে জানান।

বাগদাদের যৌথ অভিযান কমা'ন্ড বলছে, তাদের দুই নিরা'পত্তা কর্মী আহ'ত হয়েছেন। তাদের অবস্থা আশ'ঙ্কাজনক। কেউ দায় স্বী'কারও করেনি। এর আগে ইরাকের ইরান-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর বি'রুদ্ধে বিমান হা'মলা করে মার্কিন সামরিক বাহিনী। রকেট হা'মলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা মা'রা যাওয়ার প্রতিশো'ধ হিসেবে এই অভি'যান শুরু করে যুক্তরাষ্ট্র।

ইরাকজুড়ে কাতায়েব হিজবুল্লাহর অন্তত পাঁচটি অ'স্ত্র স্থাপনাকে ল'ক্ষ্যবস্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ'স্ত্র ভাণ্ডারসহ বিভিন্ন স্থাপনা— যেগুলোতে অ'স্ত্র মজুত রয়েছে— সেগুলোকে মার্কিন জোটের হা'মলার লক্ষ্যব'স্তু বানানো হয়েছে। হা'মলা হবে আত্মর'ক্ষামূলক, সমানুপাতিক ও ইরান-সমর্থিত শিয়া যো'দ্ধারা যেসব হিসেবে দেখা দিয়েছে, তার সরাসরি জ'বাব দেয়া হবে।

আরও পড়ুন : এবার করোনায় প্রা'ণ হা'রালেন ইতালির খ্যাতিমান চিকিৎসক

আইএসের বি'রু'দ্ধে যু'দ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হয়ে ইরাকের বিভিন্ন ঘাঁ'টিতে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনারা অবস্থান করছে। মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রী মাইক এসপার বলেন, আমাদের জনবল, স্বার্থ ও মিত্রদের ওপর হা'মলা সহ্য করবে না যুক্তরাষ্ট্র। বিবৃতিতে তিনি আরও বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আমরা খুবই পরি'ষ্কার করে দিয়েছি, ইরাক ও এ অঞ্চলে আমাদের বাহিনীকে সুর'ক্ষায় প্রয়োজনীয় পদক্ষে'প নিতে আমরা যেকোনো পদক্ষে'প নিতে পারি।

তিনি হু'শিয়ার করে বলেছেন, রকেট হা'মলার পর সব বিকল্প যুক্তরাষ্ট্রের টেবিলে রয়েছে। এর আগে হু'শিয়ার করে এসপার জানিয়েছেন, দফায় দফায় ১৮টি রকেট হা'মলায় আমাদের তিন সেনা নিহত হওয়ার জবা'ব দিতে সব ধরনের বিক'ল্প টেবিলে রয়েছে। বুধবার তাজি বিমান ঘাঁ'টিতে এই হা'মলা হয়েছে। ঘাঁ'টিতে বসবাসকারী মার্কিন বাহিনী ও অন্যান্য দেশের সেনারা ইনহেরান্ট রিজলভ অভি'যানে অংশ নেবে। 

ইরানভিত্তিক ইরাকি শিয়া মিলিশিয়ারা এর আগেও তাদের রকেট হা'মলার ল'ক্ষ্যবস্তু বানিয়েছে। গত অক্টোবরের শেষ দিক থেকে মার্কিন দূতবাসসহ বিভিন্ন ঘাঁ'টিতে ২২তম হা'মলা চালানো হয়েছে বুধবার। এখন পর্যন্ত এ হা'মলার দায় কেউ স্বীকার করেনি। ইরান-সমর্থিত হাশেদ আল-শাবি নেটওয়ার্কে উপদল কাতায়েব হিজবুল্লাহকে দা'য়ী করছে ওয়াশিংটন। বুধবারের হা'মলায় আরও ১৪ জন আহ'ত হয়েছেন। যাদের মধ্যে আমেরিকান, ব্রিটিশ ও পোলিস রয়েছে।

এক মার্কিন কর্মকর্তা এএফপিকে বলেন, বৃহস্পতিবারের অভি'যানে র'সদ কেন্দ্র ও ড্রোন ভা'ন্ডার ইউনিটসকে নি'শা'না করা হয়েছিল। মধ্যরাতের ওই হা'মলায় বিভিন্ন ধরনের বিমান ব্যবহার করা হয়েছে। এটা ছিল সুনির্দিষ্ট মার্কিন অভি'যান। এতে জোট বাহিনী অংশ নেয়নি। ইরাকি নিরাপত্তা সূত্র জানায়, দক্ষিণ বাগদাদের জুরফ আল-সখর এলাকায় পাঁচটি ভারী ক্ষে'পণা'স্ত্র আ'ঘা'ত হে'নেছে। কাতায়েব হিজবুল্লাহ ওই এলাকাটির নিয়'ন্ত্রণ করছে।

বি'স্ফো'রণে আশপাশের বাড়িঘর ও ইরাকের সামরিক স্থাপনাগুলো কেঁ'পে ওঠে। সেখানে সত'র্কতা জা'রি করা হয়েছে। এই হা'মলার পর মার্কিন বাহিনী ও ইরানের মধ্যে নতুন করে উত্তে'জনা বেড়ে যাওয়ার আশ'ঙ্কা করা হচ্ছে। এর আগে রকেটের আ'ঘা'তে এক মার্কিন ঠিকাদারের মৃ'ত্যুকে ঘিরে শুরু হওয়া পা'ল্টাপা'ল্টি প্র'তিশো'ধ দুই পক্ষকে যু'দ্ধের কাছাকাছি নিয়ে যায়। 

দুদিন পর মার্কিন বো'মায় ২৫ কাতায়েব হিজবুল্লাহ যো'দ্ধা নিহ'ত হন। পরবর্তীতে তারা বাগদাদের মার্কিন দূতাবাসে ঢুকে সেখানে ভাং'চুর চালায়। এতে হালকা ক্ষ'য়ক্ষ'তি হলেও তা ট্রাম্প প্রশাসনকে ক্ষু'ব্ধ করে তোলে। ৩ জানুয়ারি মার্কিন ড্রোন হা'মলায় ইরাকের প্রভা'বশালী জেনারেল কাসেম সোলাইমানি ও হাশেদের উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস নিহ'ত হন।

ইরানও পা'ল্টা জবা'ব দিয়ে ইরাকের আইন আল-আসাদ ঘাঁ'টিতে কয়েক দফা ক্ষে'পণা'স্ত্র হা'মলা চালায়। এতে কেউ নিহ'ত না হলেও কয়েক ডজন মার্কিন সেনা মস্তিষ্কে আ'ঘা'তজনিত সম'স্যায় আ'ক্রা'ন্ত হন। ইরাকজুড়ে আন্তর্জাতিক জোটের অংশ হিসেবে পাঁচ হাজার ২০০ মার্কিন সেনা অবস্থান করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে