শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৬:৩০:১৮

যে কারণে ইরাকে দিনের বেলায় মার্কিন ঘাঁ'টিতে র'কেট হা'মলা

যে কারণে ইরাকে দিনের বেলায় মার্কিন ঘাঁ'টিতে র'কেট হা'মলা

আন্তর্জাতিক ডেস্ক : ইরাকে মেঘাচ্ছন্ন আবহাওয়ায় মার্কিন জোটের নজ'রদারি সক্ষ'মতা বি'কল হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেন, এতে দিনের বেলায়ও হাম'লাকারীরা র'কেট নি'ক্ষে'প করতে স'ক্ষ'ম হচ্ছে। তাদের আর রাতের অ'ন্ধকা'রের অপেক্ষায় থাকতে হচ্ছে না।

উত্তর বাগদাদের মার্কিন সামরিক ঘাঁ'টিতে নতুন করে র'কেট হা'মলা হয়েছে। শনিবার দিনের বেলার বি'রল এই হা'মলার ঘট'না ঘ'টেছে। ইরাকি ও মার্কিন সামরিক সূত্র এমন তথ্য নি'শ্চিত করেছে। বার্তা সংস্থা এএফপি ও রয়টার্সের খবরে এসব তথ্য জানা গেছে।

গত অক্টোবর থেকে মার্কিন ঘাঁ'টি নি'শা'না করে এটা ২৩তম হা'মলা। তাজি ঘাঁ'টিতে যুক্তরাষ্ট্রের সেনা, কূটনৈতিকরা অবস্থান করছেন। তিন দিন আগে এক হা'মলা'য় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা নিহ'ত হওয়ার পর নতুন করে আবার কাতিউশা র'কেট নিক্ষে'প করা হয়েছে।

এক ইরাকি কর্নেল বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ঘাঁ'টিতে ১০টি রকেট আ'ঘা'ত হে'নেছে। এখনো তিনি সাই'রেন শুনতে পাচ্ছেন বলে জানান। বাগদাদের যৌথ অভি'যান কমান্ড বলছে, তাদের দুই নিরা'পত্তা কর্মী আহ'ত হয়েছেন। তাদের অব'স্থা আশ'ঙ্কাজনক। হা'মলার দা'য় কেউ স্বী'কার করেনি। তবে ইরান-সংশ্লিষ্ট হাশেদ আল-শাবি আধাসামরিক বাহিনীকে দা'য়ী করা হচ্ছে।

এর আগে ইরাকের ইরান-সংশ্লিষ্ট গো'ষ্ঠীগুলোর বিরু'দ্ধে বিমান হা'মলা করে মার্কিন সামরিক বাহিনী। রকেট হা'মলায় দুই মার্কিন ও এক ব্রিটিশ সেনা মা'রা যাওয়ার প্র'তিশো'ধ হিসেবে এই অ'ভি'যান শুরু করে যুক্তরাষ্ট্র।

ইরাকজুড়ে কাতায়েব হিজবুল্লাহর অন্তত পাঁচটি অ'স্ত্র স্থা'পনাকে ল'ক্ষ্যব'স্তু বানিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের এক বিবৃতিতে বলা হয়েছে, এসব অ'স্ত্র ভা'ণ্ডারসহ বিভিন্ন স্থা'পনা— যেগুলোতে অ'স্ত্র মজুত রয়েছে— সেগুলোকে মার্কিন জোটের হা'মলার ল'ক্ষ্যব'স্তু বা'নানো হয়েছে। হা'মলা হবে আ'ত্মর'ক্ষামূলক, সমানুপাতিক ও ইরান-সমর্থিত শিয়া যো'দ্ধারা যেসব হিসেবে দেখা দিয়েছে, তার সরাসরি জবা'ব দেয়া হবে।

আ'ইএসে'র বিরু'দ্ধে যু'দ্ধে আন্তর্জাতিক জোটের অংশ হয়ে ইরাকের বিভিন্ন ঘাঁ'টিতে মার্কিন নেতৃত্বাধীন জোট সেনারা অবস্থান করছে। মার্কিন প্রতির'ক্ষা মন্ত্রী মাইক এসপার বলেছেন, আমাদের জনবল, স্বার্থ ও মিত্রদের ওপর হা'মলা স'হ্য করবে না যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক মাসগুলোতে আমরা খুবই পরিষ্কার করে দিয়েছি, ইরাক ও এ অঞ্চলে আমাদের বাহিনীকে সুর'ক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা যেকোনো পদক্ষে'প নিতে পারি।

তিনি হু'শিয়ার করে বলেছেন, রকেট হা'ম'লার পর সব বিক'ল্প যুক্তরাষ্ট্রের টেবিলে রয়েছে। এর আগে হু'শিয়া'র করে এসপার জানিয়েছেন, দ'ফায় দ'ফায় ১৮টি রকেট হা'মলায় আমাদের তিন সেনা নিহ'ত হও'য়ার জবা'ব দিতে সব ধরনের বিক'ল্প রয়েছে। বুধবার তাজি বিমান ঘাঁ'টিতে এই হা'মলা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে