শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৮:৫৪:০২

পার্লামেন্টে যাওয়া বন্ধ করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছাবন্দি কানাডার প্রধানমন্ত্রী

পার্লামেন্টে যাওয়া বন্ধ করে স্ত্রী-সন্তানদের নিয়ে স্বেচ্ছাবন্দি কানাডার প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : পার্লামেন্টে যাচ্ছেন না কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যাচ্ছেন না কোনও সরকারি অনুষ্ঠানেও। স্ত্রী, তিন ছেলেমেয়েকে নিয়ে তার সরকারি বাসভবনে নিজেকে কার্যত ব'ন্দি করে রেখেছেন ট্রুডো, পার্লামেন্ট থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে। ১৪ দিনের জন্য। এটাই ট্রুডোর 'সেল্ফ-আইসোলেশন'। 

স্ত্রী সোফি গ্রেগোয়ের-ট্রুডোর র'ক্তপরীক্ষায় যে করোনা ভাইরাস সং'ক্রমণের প্রমাণ মিলেছে। তবে ট্রুডো নিজেই জানিয়েছেন, সেখানে ভালো রয়েছেন স্ত্রী আর তিন ছেলেমেয়ে। স্ত্রী সারাটা দিন টেলিফোনে গল্প করে চলেছেন বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনদের সঙ্গে। আর ছেলেমেয়েরা মেতে রয়েছেন 'লেগো' খেলায়।

স্ত্রীর থেকে তিনিও সংক্রা'মিত হতে পারেন আর তার থেকে সং'ক্রমণ ছড়িয়ে পড়তে পারে পার্লামেন্টের এমপি ও ট্রুডোর মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এই আশ'ঙ্কায় নিজেকে তার বাড়িতেই ব'ন্দি করে ফেলেছেন কানাডার প্রধানমন্ত্রী। নিজেরই সিদ্ধান্ত। সেই 'সেল্ফ-আইসোলেশন' থেকেই টেলিফোনে তার মন্ত্রিসভার সদস্য আর তার সরকারি কার্যালয়ের শীর্ষ কর্তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন ট্রুডো।

বিভিন্ন সরকারি কাজের নির্দেশ দিচ্ছেন। এমনকি, নিয়মিত টেলিফোনে যোগাযোগ রেখে চলেছেন বিদেশি রাষ্ট্রনেতাদের সঙ্গেও। কথা বলছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল মাঁকরের সঙ্গে। সাংবাদিক সম্মেলনে ট্রুডো বলেন, ''আমি এটা জানিয়ে দিতে চাই, করোনায় আক্রা'ন্ত হওয়ার কোনও লক্ষণ নেই আমার শরীরে। আমি ভালো আছি। প্রযুক্তির দৌলতে বাড়ি থেকেই সব সরকারি কাজকর্ম চালাচ্ছি। ১৪ দিন এটা করতে হবে। এর কিছু অসুবিধাও আছে। তাই কিছুটা যে অস্ব'স্তিতে নেই, সেটাও বলতে পারছি না।''

তবে সোফিয়ার র'ক্তপরীক্ষায় করোনার সংক্র'মণের প্রমাণ মেলার পর স্ত্রী, তিন ছেলেমেয়েকে নিয়ে নিজেকে 'গৃহব'ন্দি' করার সিদ্ধান্ত নিজেই নিয়েছেন ট্রুডো। তার কথায়, ''আমরা তো সামাজিক জীব। তাই এই ভাবে সকলের আড়ালে সরে থাকতে ভালও লাগছে না। কিন্তু এটা তো করতে হবেই। এটাই চিকিত্‍সকের পরামর্শ। কানাডার কোনও নাগরিকের পরিবারে যদি কেউ করোনা আক্রা'ন্ত হন, তা হলে তাদেরও বলব এই ভাবেই নিজেদের গৃহব'ন্দি করে ফেলতে।''

কেমন ভাবে দিন কাটাচ্ছেন ট্রুডোর স্ত্রী ও ছেলেমেয়েরা? কানাডার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ছেলেমেয়েরা সকাল থেকেই মেতে আছে 'লেগো' খেলায়। আর তার স্ত্রী সোফিয়া বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের সঙ্গে সারা দিন আড্ডা মে'রে যাচ্ছেন টেলিফোনে। ছেলেমেয়েরা কি জানে কেন ট্রুডোর এই 'সেল্ফ-আইসোলেশন'? কানাডার প্রধানমন্ত্রী বলেছেন, ''ওদের সব বলেছি। বুঝিয়েছি। ওরা মন দিয়ে সে সব শুনেছে।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে