শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৯:২১:৩৪

বাঙালি তরুণ গবেষকের মাধ্যমে করোনা নিরাময়ে বিশ্বকে পথ দেখাচ্ছে কানাডার গবেষকরা

বাঙালি তরুণ গবেষকের মাধ্যমে করোনা নিরাময়ে বিশ্বকে পথ দেখাচ্ছে কানাডার গবেষকরা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে ক্র'মশ দৃঢ় হচ্ছে করোনা। কোয়ারেন্টাইনে রয়েছেন হাজার হাজার মানুষ। সম্প্রতি করোনাকে 'বিশ্বব্যাপী মহামা'রি' ঘোষণা করেছে। গোটা বিশ্বে করোনা সং'ক্রমণে মৃ'তের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজারেরও বেশি। যে মহামা'রি রু'খতে তত্‍পর হয়েছেন কানাডার এক গবেষকদল। যে দলে রয়েছেন একজন বাঙালিও।

গোটা বিশ্বজুড়ে করোনা ভাইরাস সং'ক্রমণ রু'খতে একধাপ এগিয়েছে কানাডার এই গবেষকদের দল। যে দলে রয়েছেন অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায় নামে একজন বাঙালি। করোনা রু'খতে কতটা তত্‍পর তারা কিংবা করোনাকে জব্দ করতে তাদের দাওয়াই কী? এপ্রসঙ্গে অরিঞ্জয় জানান, তারা কিছুটা হলেও এই ভাইরাসকে জ'ব্দ করার উপায় খুঁ'জে পেয়েছেন। যার জেরে বিশ্বজুড়ে রো'খা যাবে এই মা'রণ রোগকে। 

সূত্রের খবর, কানাডার ৩টি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা করোনা রোখার বিষয়ে বেশ আশাবাদী। তাদের গবেষণা গোটা বিশ্বকে পথ দেখাবে। অরিঞ্জয় সম্প্রতি তার গবেষকদলের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানিয়েছেন তাদের গবেষেণায় একধাপ সাফল্যের কথা। অরিঞ্জয়ের কথায়, 'করোনার কারণে বিশ্বজুড়ে যা হচ্ছে তা অত্যন্ত দুঃ'খজনক। তবে মহামা'রি রু'খতে ভূমিকা নিতে পারছি, এটাও গর্বের।'

তার দাবি, তাদের দল ইতিমধ্যেই এসএআরএস কোভিড-টু ভাইরাসকে আলাদা করতে পেরেছেন। যে মহামূল্যবাণ তথ্য বাকি গবেষকদেরও দিতে চান তারা। এতে মিলিত প্রয়াসে মা'রণ প্রতিষে'ধক আবি'ষ্কার করার কাজ আরও সহজ হবে বলে মনে করছেন তিনি। তার বক্তব্য, ছোটবেলা থেকেই তিনি এমন একজন হতে চেয়েছেন যে কিনা মহাসং'কটের সময় পরি'ত্রাতার ভূমিকায় অব'তীর্ণ হবেন। উদ্ভাবনী কিছু আবিষ্কার করেই মানুষের চ'রম বি'পদের সময় পাশে দাঁড়াতে চেয়েছিলেন তিনি। অরিঞ্জয়ের শৈশবের সেই স্বপ্ন পূরণের পথেই এই আবিষ্কার যেন একধা'প এগিয়ে দিল তাকে।

কে এই গবেষক অরিঞ্জয় বন্দ্যোপাধ্যায়? আদতে বাঙালি বংশোদ্ভূত তিনি। টরোন্টোর ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয়ের সং'ক্রা'মিত রো'গ বিভাগের গবেষক অরিঞ্জয়। যে বিভাগে করোনা ভাইরাসের মতো মহামা'রি, যে কোনও রকম সং'ক্রা'মিত রোগ এবং বা'দুড় থেকে সং'ক্রা'মিত রোগ নিয়ে গবেষণা করা হয়। জানা গিয়েছে, এই গবেষকের দল কোভিড-১৯-এর চরিত্র চিত্রণ করতে সমর্থ হয়েছে।

যার ফলে, করোনাকে বাগে আনতে খুব দ্রুত সমর্থ হবেন এই গবেষকদের দল, এমনটাই মনে করছেন গবেষকরা। যাদের হাত ধরেই করোনার প্রতিষে'ধক তৈরি করা যাবে বলে মনে করা হচ্ছে। দু'জন রোগীর লালারস ও রক্তের নমুনা সংগ্রহ করে কিছুটা হলেও করোনাকে জব্দ করার হদিশ খুঁ'জে পেয়েছেন কানাডার সেই গবেষকদল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে