শনিবার, ১৪ মার্চ, ২০২০, ০৯:৩৪:৫৩

নিজেই নিজের তিনটি মূর্তি গড়ালেন নেতা; কারণ জানলে চমকে যাবেন!

নিজেই নিজের তিনটি মূর্তি গড়ালেন নেতা; কারণ জানলে চমকে যাবেন!

আন্তর্জাতিক ডেস্ক : যে কোনও দিন খু'ন হয়ে যেতে পারেন, সেই ভ'য়েই নিজেরই মূর্তি গড়ে ফেললেন পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিধায়ক জয়ন্ত নস্কর। একটি নয়, গড়া হয়েছে তিনটি মূর্তি। আপাতত সেগুলি বিধায়কের দক্ষিণ ২৪ পরগনার বগুলাখালির বাড়িতেই শোভা পাচ্ছে! তিনটি মূর্তির মধ্যে একটি আবক্ষ আর দুটি পূর্ণাবয়ব। 

প্রতিদিন সকালে নিয়ম করে বেশ কিছুক্ষণ নিজের মূর্তি দেখভালও করেন গোসাবার বিধায়ক। মূর্তি গড়া প্রসঙ্গে ৭১ বছরের বিধায়ক জানালেন, ''আমরা যারা রাজনীতি করি, তাদের শ'ত্রুর অভাব নেই। কখন খু'ন হয়ে যাব, কেউ জানে না। যেকোনও দিন আমার মৃত্যু হতে পারে। আমার অ-বর্তমানে আত্মীয়রা আমার মূর্তি নাও বসাতে পারেন। তাই আমি নিজেই তা বানিয়ে রেখে যাচ্ছি।''

দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন অঞ্চলের গোসাবা রাজনৈতিকভাবে উত্তে'জনাপ্র'বণ। অতীতে দুই বাম শরিক সিপিএম-আরএসপির কর্মী-সমর্থকদের মা'রামা'রিতে প্রায়ই সংবাদ শিরোনামে উঠে আসত এই জনপদ। রাজনৈতিক হিং'সায় গোসাবায় মৃত্যু পর্যন্ত হয়েছে। তৃণমূলের শ'ক্তিবৃদ্ধির পর তাদের কর্মীদের সঙ্গেও বামেদের গ'ন্ডগো'ল হয়েছে। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিগত দিনে দু'বার বিধায়ক জয়ন্ত নস্করের উপর হা'মলার ঘটনা ঘটেছে। সে যাত্রায় অবশ্য প্রাণে বেঁচে যান শা'সক দলের বিধায়ক। এরপরই গত বছর থেকে নস্করের নিরা'পত্তা বৃদ্ধি করা হয়েছে। তার সুর'ক্ষায় এখন মোতায়েন থাকেন ১১ পুলিশকর্মী। জয়ন্ত নস্করের জন্ম ও বেড়ে ওঠা দক্ষিণপ'ন্থী রাজনৈতিক পরিবারে। তার দাদা চিত্তরঞ্জন নস্কর ছিলেন কংগ্রেস নেতা। 

জয়ন্তবাবু ১৯৮৭ সাল থেকে ভোটে প্রতিদ্ব'ন্দ্বিতা করছেন। তবে, কংগ্রেসের টিকিটে ল'ড়াই করে ১৯৮৭-তে বামেদের কাছে পরা'স্ত হতে হয় তাকে। নস্কর তৃণমূলে যোগ দিলেও ২০১১ পর্যন্ত সেই ধা'রাই বজায় ছিল। ২০১৬ সালে অবশ্য জোড়া-ফুল প্রার্থী হিসাবে গোসাবায় জয়যুক্ত হন তিনি। যদিও রাজ্যে তার দল ক্ষ'মতায় থাকলেও বিধায়ক জয়ন্ত নস্করের জীবনহা'নির আশ'ঙ্কা দূর হয়নি। আর সেজন্যই আগেভাগেই নিজের মূর্তি গড়ে রাখলেন গোসাবার বিধায়ক!

তবে এই মূর্তি বানাতে কম কাঠখড় পোড়াতে হয়নি জয়ন্ত নস্করকে। শিল্পী খুঁজতে বেশ কয়েকবার কুমোরটুলিতে গিয়েছিলেন এই বিধায়ক। এরপর, গত দু'মাসে সাত বার শিল্পীর কাছে গিয়েছেন তিনি। প্রথমে মাটির মূর্তি তৈরি করা হয়। তারপর তৈরি হয় জয়ন্ত নস্করের ফাইবারের মূর্তি। মূর্তি বানালেও বেঁচে থাকাকালীন এই মূর্তি প্রকাশ্যে স্থাপন করবেন না গোসাবার বিধায়ক।

পাঁচ সন্তানের পিতা ও মমতার দলের নেতা জয়ন্ত নস্করের কথায়, ''আমার মৃ'ত্যুর আগে এই মূর্তিগুলি কোথাও বসানো হবে না। এই নিয়ে আমি দলীয় কর্মীদের সঙ্গেও কথা বলিনি। তবে, আমার মৃত্যুর পর আত্মীয় ও দলের কর্মীরা চাইলে এই মূর্তিগুলি স্থাপণ করতে পারবেন।'' সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে