শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১০:২৫:০০

ঘরে বসেই কীভাবে করোনার চিকিৎসা করবেন? জানালেন নরেন্দ্র মোদি

ঘরে বসেই কীভাবে করোনার চিকিৎসা করবেন? জানালেন নরেন্দ্র মোদি

আন্তর্জাতিক ডেস্ক : নোভেল করোনা ভাইরাসের সং'ক্রমণে ত্র'স্ত গোটা বিশ্ব। ইতিমধ্যেই বিপ'র্যয় ঘোষণা করা হয়েছে করোনা সংক্র'মণের প্রভা'বকে। এই পরি'স্থিতিতে করোনা মোকা'বিলার জন্যে হোম কোয়ারেন্টাইন করে থাকার পরামর্শ দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিপ'র্যস্তদের পরিবারকে চার লক্ষ টাকার ক্ষ'তিপূরণ দেওয়ারও প্রতি'শ্রুতি দিলেন তিনি।

শনিবার প্রধানমন্ত্রী নিজের টুইট হ্যান্ডেলে স্বাস্থ্যমন্ত্রনালয়ের হোম কোয়ারেন্টাইন নির্দে'শিকা শেয়ার করেন। লেখেন, ''এই নির্দেশিকা খুবই গুরুত্বপূর্ণ, সকলে পড়ুন।'' ওই নির্দেশিকায় বলা হয়েছে, নিজেকে এবং নিজের পরিবারকে র'ক্ষা করার জন্য হোম কোয়ারেন্টাইন করা জ'রুরি। জ্বর-সর্দিতে আক্রা'ন্ত ব্যক্তির জন্যে এই নির্দে'শিকায় বহু পরামর্শ দেওয়া হয়েছে। 

যেমন বলা হয়েছে- হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তি একটি ঘরেই থাকেন। সংলগ্ন টয়লেট থাকা জ'রুরি। কোনও ভাবেই যেন কোনও জমায়েতে না যাওয়া হয়। হাত ধোয়ার ক্ষেত্রেও অ্যালকোহল-বেসড হ্যান্ড স্যানেটাইজার ব্যবহারের নির্দে'শ দেওয়া হয়েছে। খাবার, পানীয়, টাওয়েল, বিছানা ইত্যাদি না ব্যবহার করার অনুরোধ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে