‘বিমান থেকে লিফলেট, এখনই আত্মসমর্পণ কর’
আন্তর্জাতিক ডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের পূর্বে গোতা এলাকায় বিমান থেকে বিদ্রোহীদেরকে আত্মসমর্পণের আহ্বান জানিয়ে লিফলেট ফেলা হয়েছে। আরবি ভাষার এসব লিফলেটে বলা হয়েছে, “এখনই অস্ত্র ছেড়ে আত্মসমর্পণ করতে বলা হয়েছে; এটি হচ্ছে তাদের জন্য সর্বশেষ সুযোগ।”
এ নিয়ে গত দু দিন বিদ্রোহীদের উদ্দেশ্যে বিমান থেকে লিফলেট ফেলা হলো। এতে আরো বলা হয়েছে- “আত্মসমর্পণ না করলে তোমরা কোথাও পালাতে পারবে না।”
গোতা এলাকায় সিরিয়ার সরকারি বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে গত চার বছর ধরে একটানা সংঘর্ষ হয়েছে এবং সারা দেশের যেসব এলাকা অত্যন্ত সহিংসতাপূর্ণ ছিল গোতা তার অন্যতম। এ এলাকায় কথিত ইসলামপন্থি জয়শুল ইসলামের বিদ্রোহীরা তৎপর রয়েছে।
গত কয়েকদিন আগে সিরিয়ার সামরিক বাহিনী এলাকাটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। এ সময় তারা মার্জ আস-সুলতান সামরিক বিমানঘাঁটি নিয়ন্ত্রণে নেয়। ওই অভিযানে জয়শুল ইসলামের কমান্ডার জাহরান আলুচসহ বেশ কয়েকজন কমান্ডার নিহত হয়। প্রাথমিকভাবে বলা হয়েছিল, রুশ বাহিনীর বিমান অভিযানে জাহরান নিহত হয়েছে। সূত্র: রেডিও তেহরান
২৮ ডিসেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�