রবিবার, ১৫ মার্চ, ২০২০, ১২:৫১:৩৫

করোনার মধ্যে ভারতে নতুন আত'ঙ্ক, হঠাৎ হলুদ রঙের অ্যাসিড বৃষ্টি!

করোনার মধ্যে ভারতে নতুন আত'ঙ্ক, হঠাৎ হলুদ রঙের অ্যাসিড বৃষ্টি!

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনা ভাইরাসে বি'পর্য'স্ত বিভিন্ন দেশ। ভারতেও হা'না দিয়েছে করোনা। ইতোমধ্যে মা'রা গেছেন দুই জন। এদিকে, দোসর হল বৃষ্টি। যে সে বৃষ্টি নয়, একেবারে হলুদ রঙের বৃষ্টি! হ্যাঁ, ঠিকই হলুদ বৃষ্টি! এমনই বৃষ্টির সাক্ষী রইল ভারতের বীরভূমের মুরারই। 

আর শুক্রবার হওয়া সেই বৃষ্টিতেই শো'রগো'ল পড়ে যায় মুরারই থানার রাজগ্রামের সন্তোষপুর এলাকায়। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ মেঘলা ছিল ওই এলাকায়। দুপুরের পরই হঠাৎ করে শুরু হয় বৃষ্টি। আর সেই বৃষ্টির রঙ কিনা হলুদ। কাপড়, গাছের পাতা যেখানেই সেই বৃষ্টি পড়তে শুরু করে, সেই জায়গাটিই হলুদ হয়ে যেতে শুরু করে। 

হঠাৎই এমন বৃষ্টিতে আত'ঙ্কিত হয়ে পড়ে স্থানীয় মানুষ। স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় গ্রামে পাথরের গুঁড়ো উড়ে আসে মাঝেমধ্যেই। কিন্তু হলুদ বৃষ্টি! মনে করতে পারছেন না কেউ। তবে কেন ঘটল এমন আজ'ব ঘটনা? গবেষকদের অনুমান, এলাকাটি শিল্পাঞ্চল হওয়ায় বাতাসে ব্যা'পক দূ'ষণ রয়েছে। তার জে'রেই এই ঘটনা ঘটে থাকতে পারে। 

আরও পড়ুন : 'এতো হালাল খাবার থাকতে বাদুড়-বিড়াল কেন?' করোনা নিয়ে শোয়েব আখতার

বিশেষজ্ঞদের কথায়, প্রাথমিকভাবে তারা বলছেন অ্যাসিড মিশ্রিত থাকায় বৃষ্টির পানির রং হলুদ হয়ে থাকতে পারে। বাতাসে সাল'ফার ডাই অক্সা'ইডের পরিমাণ বেড়ে গেলে জলীয় বাষ্পের সঙ্গে বি'ক্রিয়ায় সাল'ফিউরিক অ্যা'সিড তৈরি হয়। পানির সঙ্গে ওই অ্যাসিড মিশে বৃষ্টির মাধ্যমে নেমে এলে তাকে অ্যাসিড বৃ'ষ্টি বলা হয়। অ্যাসিড বৃষ্টিতে ফসল, গাছপালার ক্ষতি হয়। ওই বৃষ্টির পানি মানুষের গায়ে লাগলে চামড়া পুড়ে যাওয়ার আশ'ঙ্কাও থাকে। সূত্র: এইসময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে